আইপিএলে লিগ পর্বের শেষ দিনেও নানা সমীকরণ

প্রস্তুতি হচ্ছেন কোহলিরারয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্লে-অফ পর্বের চার দল নিশ্চিত হয়েছে বেশ কয়েক দিন আগে। ম্যাচের হিসাবে লিগ পর্বের ৭ ম্যাচ বাকি থাকতে। আইপিএল ইতিহাসে এত আগে কখনোই প্লে-অফের চার দল নিশ্চিত হয়নি।

তবে আজ লিগ পর্ব শেষ হতে চললেও সমীকরণ ও হিসাব–নিকাশ এখনো শেষ হয়নি। শীর্ষে চারের কে কোন অবস্থানে থাকবে, কারা প্রথম কোয়ালিফায়ারে এবং কারা এলিমিনেটরে মুখোমুখি, সেটি নির্ধারিত হবে আজ রাতে পন্ত–পুরানদের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলি–পতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে।

এরপরও আইপিএলে সমীকরণ শেষ হয়নি। প্লে-অফের লড়াই শেষ হওয়ার পর থেকেই কোয়ালিফায়ারের লড়াই শুরু হয়েছে। যে লড়াইয়ে কাল প্রথম দল হিসেবে পাঞ্জাব কিংস কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছেন।

কাল রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার পাঞ্জাবের প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয়েছে। সেই ম্যাচ তাদের প্রতিপক্ষ হবে শীর্ষ দুইয়ে থাকা আরেক দল। আম্বানি পরিবারের মুম্বাইয়ের এলিমিনেটরে খেলা নিশ্চিত হয়েছে। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটিও জানা যাবে আজ।

আইপিএলের নিয়ম অনুযায়ী, লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার এক ও দুই নম্বরে থাকা দল প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায়। তিন ও চার নম্বরে থাকা দলকে খেলতে হয় এলিমিনেটরে।

প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি ফাইনালে উঠে যায়। আর হারা দল ফাইনালে ওঠার আরেকটি সুযোগ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে। সেই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসাবে পায় এলিমিনেটরে জয়ী দলকে। স্পষ্টতই কোয়ালিফায়ারে উঠতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ, তাদের হাতে দুটি সুযোগ থাকে। অন্যদিকে এলিমিনেটরে থাকা দলকে ফাইনালে উঠতে হলে দুই ধাপ পেরিয়ে আসতে হয়।

আজ লক্ষ্ণৌকে হারাতে পারলেই শীর্ষ দুই নিশ্চিত হবে বেঙ্গালুরুর। তবে তালিকার এক নম্বরে উঠতে হলে পাঞ্জাব কিংসকে ০.৩৭২ ব্যবধানে পেছনে ফেলতে হবে।

আজ হতে যাওয়া লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের ফলই নিশ্চিত করবে, কে পাঞ্জাবের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলবে আর কে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটেরে খেলবে।

লক্ষ্ণৌ অনেক আগেই প্লে–অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। ঋষভ পন্তের দল এই মুহূর্তে পয়েন্ট তালিকার সাতে আছে। আজ কোহলিদের বিপক্ষে জিততে পারলে ছয়ে থেকে এবং বড় ব্যবধানে হেরে গেলে আটে থেকে মৌসুম শেষ করবে।

আরও পড়ুন

আজ লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের ফল কী হলে কী হবে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

পয়েন্ট: ১৭
নেট রান রেট: ‍+০.২৫৫
বাকি ম্যাচ: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
এই ম্যাচে লক্ষ্ণৌকে হারাতে পারলেই শীর্ষ দুই নিশ্চিত হবে বেঙ্গালুরুর। তবে তালিকার এক নম্বরে উঠতে হলে পাঞ্জাব কিংসকে ০.৩৭২ ব্যবধানে পেছনে ফেলতে হবে। সে জন্য দরকার—২০০ রান করে ৩৪ রানে জয় অথবা ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ বল বাকি রেখে জয়।

এই শর্ত পূরণ না হলেও জিতলেই তারা দ্বিতীয় স্থানে থাকবে। তবে হারলে ১৭ পয়েন্টেই আটকে থাকতে হবে। সে ক্ষেত্রে তারা তৃতীয় হয়ে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটরে খেলবে।

লক্ষ্ণৌ আগেই টুর্নামেন্ট থেকে বাদ
এএফপি

গুজরাট টাইটানস
পয়েন্ট: ১৮
নেট রান রেট: ‍+০.২৫৪
বাকি ম্যাচ: নেই
গুজরাটের লিগ পর্ব শেষ। এখন তারা আজকের ম্যাচের ফলের দিকে তাকিয়ে।
যদি বেঙ্গালুরু জেতে, তাহলে গুজরাট নেমে যাবে তৃতীয় স্থানে এবং এলিমিনেটরে মুম্বাইয়ের বিপক্ষে খেলবে। যদি লক্ষ্ণৌ জেতে, তাহলে গুজরাট থাকবে দ্বিতীয় স্থানে এবং পাঞ্জাবের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে খেলবে।

আরও পড়ুন