গিল ইতিহাস গড়তে পারেননি, এখন গড়তে হবে ইংল্যান্ডের

আউট হওয়ার পর গিলএএফপি

সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙতে পারলেন না শুবমান গিল। কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গাভাস্কারের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েও গিল থেমেছেন ৭৫৪ রানে।

সব মিলিয়ে গিলের ৭৫৪ রানের শীর্ষ দশেও নেই, আছে ১৯ নম্বরে। সর্বোচ্চ রান ডন ব্র্যাডম্যানের। ১৯৩০ সালের অ্যাশেজে ৯৭৪ রান করেছিলেন তিনি। তবে কোনো সফরকারী অধিনায়কের টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড এটি। প্রথম অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরিও করেছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে এর চেয়ে বেশি রান আছে শুধু ডন ব্র্যাডম্যানের, ৮১০।

এবারের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ইনিংসে গিল করেছেন ১১ রানে। দ্বিতীয় সেশনের প্রথম বলেই গাস অ্যাটকিনসনের বলে আউট হন গিল। এই টেস্টের প্রথম ইনিংসেও গিল বড় ইনিংস খেলতে পারেননি। ২১ রানে রানআউট হয়ে যান।

ব্যাট হাতে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডের
এএফপি

গিলের ব্যর্থ হওয়া টেস্টে সেঞ্চুরি পেয়েছেন যশস্বী জয়সোয়াল। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন জয়সোয়াল। ৮৫ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নামা জয়সোয়াল আউট হয়েছেন ১১৮ রান করে। এই সিরিজে আরও একটি সেঞ্চুরি পেয়েছেন জয়সোয়াল। সেটি সিরিজের প্রথম ইনিংসে। গিল ও জয়সোয়াল ছাড়া এই সেশনে আউট হয়েছেন করুণ নায়ার। তিনি করেছেন ১৭ রান।

সেঞ্চুরির পর জয়সোয়াল
এএফপি

দ্বিতীয় সেশন শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ২৮১। ৬ উইকেটে ৩০৪ রান করেছে দলটি। রবীন্দ্র জাদেজা ২৬ ও ধ্রুব জুরেল ২৫ রানে অপরাজিত ছিলেন। ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই ম্যাচে তারা জিতেছিল ১ উইকেটে। মানে ওভাল টেস্ট জিতে সিরিজ নিজেদের করতে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডের।

আরও পড়ুন