বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ার–সেরা অবস্থানে ধনাঞ্জয়া–কামিন্দু

জোড়া সেঞ্চুরির পথে দুই ইনিংসেই ১৫০ ছাড়ানো জুটি গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসশামসুল হক

বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে সিলেট টেস্টে বিরল কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ইতিহাসে মাত্র তৃতীয়বার একই দলের দুই ব্যাটসম্যানকে জোড়া সেঞ্চুরি করতে দেখেছে টেস্ট ক্রিকেট।

এই দুই লঙ্কান ব্যাটসম্যান আইসিসি টেস্টে র‍্যাঙ্কিংয়ে উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে। শ্রীলঙ্কার অধিনায়ক ডি সিলভা ১৫ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। মাত্রই দুটি টেস্ট খেলা কামিন্দু মেন্ডিস র‍্যাঙ্কিংয়ে ফিরেই পেয়েছেন ৬৪ নম্বর জায়গা।

এই দুজন ছাড়া সিলেট টেস্টের পারফরম্যান্স দিয়ে ব্যাটিংয়ে বলার মতো এগিয়েছেন শুধু বাংলাদেশের মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে অপরাজিত থাকা সাবেক অধিনায়ক আট ধাপ এগিয়ে উঠেছেন ৫০ নম্বরে।

৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের খালেদ আহমেদ
প্রথম আলো

আশ্চর্যজনকভাবে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সিলেট টেস্ট না খেলা বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। বাংলাদেশের লিটন দাস ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যর্থতার সুফল পেয়েছেন মুশফিক। লিটন সাত ধাপ পিছিয়ে মুশফিকের সঙ্গে যৌথভাবে ২৪ নম্বরে আছেন। ম্যাথুস পাঁচ ধাপ পিছিয়ে নেমেছেন ২৭ নম্বরে। ব্যাটিংয়ে আগের মতোই শীর্ষে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

আরও পড়ুন

সিলেট টেস্টের পারফরম্যান্স দিয়ে বোলিংয়ে বলার মতো এগিয়েছেন দুই লঙ্কান পেসার কাসুন রাজিতা ও বিশ্ব ফার্নান্ডো এবং বাংলাদেশের খালেদ আহমেদ। ছয় ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন সিলেটে ৮ উইকেট পাওয়া রাজিতা। ৭ উইকেট নেওয়া বিশ্ব ফার্নান্ডো সাত ধাপ এগিয়ে উঠেছেন ৪৩-এ। বাংলাদেশের পেসার খালেদ ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৮৯ নম্বরে। বোলিংয়ে বাংলাদেশের সেরা তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫ নম্বরে। ১ নম্বর জায়গাটা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের।

আরও পড়ুন