চোটে থাকা হাসারাঙ্গা–পাতিরানাকে নিয়েই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাইআইসিসি

চোটের কারণে এবারের আইপিএলে খেলাই হয়নি শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। আরেক শ্রীলঙ্কান পেসার মাতিশা পাতিরানাকেও চোট নিয়ে আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছে। এ দুজনকে নিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলটির অধিনায়ক করা হয়েছে হাসারাঙ্গাকে।

হাসারাঙ্গা অবশ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন শ্রীলঙ্কায় চলমান অনুশীলন ম্যাচ দিয়ে। সেখানে তিনি এসএলসি ইয়োলো দলের হয়ে দুটি টি–টোয়েন্টি ম্যাচে ৯ ও ২৮ রান করেছেন। কিন্তু দুই ম্যাচের একটিতেও বোলিং করেননি।

আরও পড়ুন
শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানা
এএফপি

এবারের আইপিএলে পাতিরানা খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চোটের কারণে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ছিলেন না তিনি। চোট কাটিয়ে ফেরার পর দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু আবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ফিরে যেতে হয়েছে শ্রীলঙ্কায়।

১৫ সদস্যের দলের সহ–অধিনায়ক করা হয়েছে চারিত আশালাঙ্কাকে। এ ছাড়া দলে আছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।

টি–টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা দল

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকসানা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, মাতিশা পাতিরানা, দিলশান মাদুশঙ্কা