ব্রডের মাইলফলকের দিনে ওকসের হাসি

ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেন ক্রিস ওকসরয়টার্স

দুই দিন আগে ডেইলি মেইলে লেখা স্টুয়ার্ট ব্রডের কলামের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছিল। ব্রড লিখেছিলেন, তাঁর স্ত্রী মলি প্রিয় খেলোয়াড় হিসেবে ক্রিস ওকসের নাম বলেছেন। ব্রড নিজের বিষয়ে জিজ্ঞাসা করার পর মলি বলেছিলেন, ‘তুমি দ্বিতীয় স্থানে’।

কাকতালীয়ভাবে আজ ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনেও ব্রডকে দ্বিতীয় স্থানেই ঠেলে দিয়েছেন ওকস। উসমান খাজার পর ট্রাভিস হেডকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ৬০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্রড। তবে দিনশেষে ইংল্যান্ডের জন্য বড় অবদানটা রেখেছেন ওকসই। তুলে নিয়েছেন ৪ উইকেট।

ওকস আর ব্রডের সৌজন্যে অ্যাশেজের চতুর্থ টেস্টের শুরুটা বেশ ভালোই হয়েছে ইংল্যান্ডের। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৮ উইকেটে ২৯৯ রান। মিচেল স্টার্ক ২৩ ও প্যাট কামিন্স ১ রানে ব্যাট করছেন।

ওল্ড ট্রাফোর্ডের উইকেট ব্যাটিং সহায়ক হবে, সেটি বোঝা যাচ্ছিল আগে থেকেই। সেখানে খাজাকে ফিরিয়ে গতকাল প্রথম আঘাতটি করেন ব্রড। এটি ছিল ব্রডের ৫৯৯তম উইকেট। আরেক প্রান্তে ভালো শুরু পাওয়া ডেভিড ওয়ার্নারকে ফেরান ওকস। স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেনের জুটি মধ্যাহ্নবিরতির আগে-পরে যোগ করে ৫৯ রান। স্মিথকে এলবিডব্লু করেন মার্ক উড, এ দিনও যিনি তোলেন গতির ঝড়।

অ্যান্ডারসনের পর মাত্র দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেট নিলেন ব্রড
রয়টার্স

ফিফটির পর মঈন আলীর বলে এলবিডব্লু লাবুশেনও। দুটি উইকেটই ইংল্যান্ড পায় রিভিউ নিয়ে। চা-বিরতির পর নতুন স্পেলে জেমস অ্যান্ডারসন প্রান্ত থেকে আসেন ব্রড, সফল হন প্রথম ওভারেই। শর্ট বলে হুক করেছিলেন হেড, ডিপ স্কয়ার লেগে ক্যাচ নেন জো রুট।

এই উইকেটের মাধ্যমে ইতিহাসের মাত্র পঞ্চম বোলার ও সতীর্থ জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্রড। ব্রড ও অ্যান্ডারসন (৬৮৮) ছাড়াও এ কীর্তি আছে মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলের (৬১৯)।

ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি দেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। এর মধ্যে ফিফটিও তুলে নেন মার্শ। তবে দুই অলরাউন্ডারকে ৫ বলের ব্যবধানে ফিরিয়ে দেন ওকস; গ্রিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে, মার্শকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে।

দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে অ্যালেক্স ক্যারিকেও ফেরান ওকস। ক্যারি অফ স্টাম্পের বাইরের বল ছাড়বেন কি ছাড়বেন না দ্বিধায় থাকলে বল ব্যাট ছুঁয়ে জনি বেয়ারস্টোর হাতে যায়।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৯৯/৮ (মার্শ ৫১, লাবুশেন ৫১, হেড ৪৮, স্মিথ ৪১, ওয়ার্নার ৩২; ওকস ৪/৫২, ব্রড ২/৬৮, উড ১/৫১)

* প্রথম দিন শেষে।