শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে নামবে পাকিস্তান

চোটের কারণে নাসিমের এশিয়া কাপ শেষ হয়ে গেছে আগেইএএফপি

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ফাইনালে যেতে কার্যত সেমিফাইনাল হয়ে ওঠা এ ম্যাচে জিততেই হবে বাবর আজমের দলকে।

চোটের কারণে এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গেছেন নাসিম শাহ। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক পেসার জামান খানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা জামানের ওয়ানডে অভিষেক। মঙ্গলবার সকালে কলম্বোয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

আরেক পেসার হারিস রউফকে নিয়েও ঝুঁকি নিচ্ছে না পাকিস্তান। ভারতের বিপক্ষে রিজার্ভ ডেতে না খেলা এই পেসারের জায়গায় একাদশে এসেছেন আগে থেকেই দলের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াসিম।

আরও পড়ুন

এর বাইরে ভারতের বিপক্ষে খেলা দল থেকে আরও তিনটি পরিবর্তন আছে। ওপেনার ফখর জামান বাদ পড়েছেন। ইমাম-উল-হকের সঙ্গে এখন শুরুতে আসবেন মোহাম্মদ হারিস। নিউজিল্যান্ডের বিপক্ষে গত মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন হারিস। অন্যদিকে ফখর এবারের এশিয়া কাপে ৩ ইনিংসে করেন ৬১ রান।

বাদ পড়েছেন ফখর জামান
এএফপি

এ ম্যাচে নেই সালমান আগা ও ফাহিম আশরাফও। তাঁদের জায়গায় দলে এসেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ নেওয়াজ। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর বাদ পড়েছিলেন বাঁহাতি স্পিনার নেওয়াজ। আর শাকিল সর্বশেষ খেলেছিলেন এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে।

আশরাফকে বাদ দেওয়াতে এ ম্যাচে পাকিস্তান নামছে তিন পেসার নিয়েই। সঙ্গে থাকছেন দুই স্পিনার শাদাব খান ও নেওয়াজ।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান একাদশ
মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।