‘এমন কাউকে অধিনায়ক করব না, যাকে করলে দলের মধ্যে সমস্যা হতে পারে’

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানছবি: প্রথম আলো

বাংলাদেশ দলের ওয়ানডে নেতৃত্বে তামিম ইকবাল অধ্যায় শেষ। নিজ থেকেই ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এমন সময়ে তামিম নেতৃত্ব ছেড়েছেন, যখন বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই মাস। আর এই দুই মাসের মধ্যেই আছে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ।

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, সামনের ব্যস্ত সূচিকে সামনে রেখে দ্রুতই নতুন অধিনায়ক চূড়ান্ত করা হবে। আর সেটি আগামী  চার–পাঁচ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। আজ গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিসিবিপ্রধান। তবে এমন কাউকে অধিনায়ক করা হবে না, যাকে করলে দলের মধ্যে 'সমস্যা' তৈরি হতে পারে।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম, তবে পরদিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। তখন থেকে নাজমুল বলে আসছিলেন, বিশ্বকাপে তামিমই অধিনায়কত্ব করবেন। আজ বিসিবি প্রধানের বাসায় তামিম জানান, তিনি অধিনায়কত্ব করবেন না।

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল
ছবি: প্রথম আলো

তামিম সরে যাওয়ায় নতুন অধিনায়ক কে হবেন, এমন প্রশ্নে নাজমুল বলেন, ‘এখন বলা মুশকিল। এমন যদি হতো যে তামিম এশিয়া কাপ খেলছে না, তাহলে সহ–অধিনায়ক হিসেবে লিটন দাসই দায়িত্ব পালন করত। এখন যেহেতু সেটা হচ্ছে না, দু-একজনের সঙ্গে কথা বলতে হবে। ও যে অধিনায়কত্ব ছাড়বে, সেটা আজকে আমার বাসাতেই প্রথম শুনলাম।’

তামিমের অধিনায়কত্ব ছাড়ার কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না বলে জানিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘(নতুন অধিনায়কের)সিদ্ধান্তটা যে নিতে হবে সেটার জন্য প্রস্তুত ছিলাম না। সত্যি কথা। আজ শোনার পর এখন আমরা চিন্তা করছি, এটা নিয়ে বসতে হবে।’

আরও পড়ুন

সামনেই যেহেতু এশিয়া কাপ, সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নেবেন না বলে জানান নাজমুল, ‘চার–পাঁচ দিনের মধ্যে (সিদ্ধান্ত হয়ে যাবে) আশা করি। আমরা বসে ঠিক করব।’

বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক হওয়ার আলোচনায় অভিজ্ঞতা বিবেচনায় সাকিব আল হাসান আর বর্তমান সহ–অধিনায়ক বিবেচনায় লিটন দাস এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। তবে বিসিবিপ্রধানের কথায় এ বিষয়ে কোনো ইঙ্গিত ছিল না। তবে পরবর্তী অধিনায়ক বিষয়ে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, ‘এমন কাউকে অধিনায়ক করব না, যাকে করলে দলের মধ্যে সমস্যা হতে পারে। আমরা সবার সঙ্গে কথা বলে সবার কাছে গ্রহণযোগ্য একজনকে অধিনায়ক বানাব। তবে যাকেই বানাই না কেন, তামিম, সাকিব, মুশফিক এদের কিন্তু সব সময় গাইড করতেই হবে।’

আরও পড়ুন

সাকিবকে অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন—এমন একটি গুঞ্জনের বিষয়ে জিজ্ঞেস করা হলে বিসিবি প্রধান সেটি উড়িয়ে দেন, ‘আজ পর্যন্ত এ রকম কোনো কাহিনি শুনি নাই। আমি তো প্রতিদিনই বলে আসছি, বিশ্বকাপে তামিমই অধিনায়ক। আমি আরেকজনকে কেন প্রস্তাব দেব?’

আরও পড়ুন