রোহিতের রানে ফেরার ম্যাচে ৩০৪ টপকে জয় ভারতের
ব্যাটে রান নেই, তাই বিষম চাপে ছিলেন রোহিত শর্মা। কটকে আজ এমন চাপ নিয়েই কী ইনিংসটাই না খেললেন ভারত অধিনায়ক। তাঁর ৯০ বলের ১১৯ রানের সৌজন্যে সিরিজের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫রানে লক্ষ্য ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়ে স্বাগতিকেরা।
একাদশে দুটি পরিবর্তন নিয়ে আজ দল সাজিয়েছিল ভারত। কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী। ওয়ানডেতে ভারতের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ৩৩ বছর বয়সী বরুণের। আর বিরাট কোহলিকে একাদশে ঢোকেন যশস্বী জয়সোয়ালের জায়গায়।
জয়সোয়ালের বদলে আজ ইনিংস উদ্বোধন করেন শুবমান গিল। অধিনায়ক রোহিতকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৬.৪ ওভারেই ১৩৬ রান এনে দেওয়া গিল করেছেন ৫২ বলে ৬০ রান। গিলের বিদায়ের পর উইকেটে আসা কোহলি টিকেছেন ৮ বল, করেছেন ৫ রান।
এরপর শ্রেয়াস আইয়ারকে (৪৭ বলে ৪৪) নিয়ে ৭০ রানের জুটি গড়েই মূলত ম্যাচের পল নিয়ে সব সংশয় দূর করে দেন রোহিত। ১২ চার ও ৭ ছক্কা মেরে রোহিত যখন বিদায় নিলেন ২৯.৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২২০। এরপর ইংলিশ বোলাররা আরও ৩ উইকেট নিলেও একবারও মনে হয়নি ম্যাচটি জিততে পারে ইংল্যান্ড। পাঁচে নামা অক্ষর প্যাটেল এক প্রান্ত ধরে রেখে দলকে জিতিয়ে তবেই ফেরেন। এই অলরাউন্ডার অপরাজিত ছিলেন ৪৩ বলে ৪১ রান করে।
এর আগে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট ৩০৪ রানে। শেষ ১০ ওভারে খেই না হারালে রানটা আরও বেশি হতে পারত। ৪৩তম ওভারের তৃতীয় বলে জো রুট যখন ফিরলেন ইংল্যান্ডের রান ৫ উইকেটে ২৪৮। শেষে ৪৫ বলে দলটি তুলতে পারে ৫৬ রান।
ইংল্যান্ডের হয়ে ৭২ বলে সর্বোচ্চ ৬৯ রান করেছেন জো রুট। সাবেক অধিনায়কের ওয়ানডেতে এটি ৫৬তম ৫০ ছাড়ানো ইনিংস। তাতে এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড গড়লেন রুট। আগের রেকর্ডটি ছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানের। ইংল্যান্ডের হয়ে আজ দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন ওপেনার বেন ডাকেট।
বুধবার আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৯.৫ ওভারে ৩০৪ (রুট ৬৯, ডাকেট ৬৫, লিভিংস্টোন ৪১, বাটলার ৩৪, ব্রুক ৩১; জাদেজা ৩/৩৫)।
ভারত: ৪৪.৩ ওভারে ৩০৮/৬ (রোহিত ১১৯, গিল ৬০, আইয়ার ৪৪, অক্ষর ৪১*; ওভারটন ২/২৭)।
ফল: ভারত ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে ভারত ২-০-তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা।