রিজওয়ানের নেতৃত্ব নিয়ে আমির, ‘ফেরারি থেকে এখন রিকশা’
আরেকটি আইসিসি টুর্নামেন্ট, পাকিস্তানের আরেকটি ব্যর্থতা। এরপর যা হওয়ার কথা সেটাই হচ্ছে; পাকিস্তান ক্রিকেট বোর্ড, দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও অধিনায়কের দিকে ছুটে যাচ্ছে সমালোচনার তীব্র তির! চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির কারণ অনুসন্ধান করতে গিয়ে দলটির সাবেক ক্রিকেটারদের কেউ দুষছেন ক্রিকেট বোর্ডকে, কেউ কোচ আকিব জাভেদকে বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন, কেউ আবার দায় দিচ্ছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরই যেমন পাকিস্তানের ভরাডুবির পেছনে রিজওয়ানের নেতৃত্বের সমস্যা খুঁজে পেয়েছেন। বাবর আজমকে সরিয়ে গত বছরের অক্টোবরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া হয় রিজওয়ানকে। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। তবে টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও সিরিজ হেরেছে তারা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে।
এরপর তো চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি পাকিস্তান। আমির এই ব্যর্থতার পেছনে মাঠে অধিনায়ক রিজওয়ানের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার বিষয়টিকেই বড় করে দেখিয়েছেন। অথচ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের নেতৃত্বগুণে মুগ্ধ হয়েই তাঁকে জাতীয় দলের অধিনায়ক করা হয়েছিল।
আমির তাঁর কথা শুরু করেছেন এভাবে, ‘মোহাম্মদ রিজওয়ান...(হাসি), ব্যাপারটা অনেকটা এ রকম, আপনাকে ফেরারি থেকে নেমে রিকশায় উঠতে হয়েছে। একটা সময় আমি তার প্রশংসা করেছিলাম। কারণ, তার ঘরোয়া ক্রিকেট এবং পিএসএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল, যেখানে তার দল ফাইনালেও খেলেছে। কিন্তু হঠাৎই, কয়েক মাসের মধ্যে তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো সম্পূর্ণ বদলে গেল। আমি জানি না, এই পরিবর্তনের কারণ কী। যেহেতু আমি ড্রেসিংরুমে নেই। তার পছন্দগুলো অপ্রথাগত মনে হচ্ছে...আহমেদ শেহজাদ, ওয়াসিম আকরামসহ অনেকেই স্কোয়াডের সমস্যা চিহ্নিত করেছে। নিখাদ ওপেনার আর মূল স্পিনারের অভাব আছে।’
আমির এরপর যোগ করেন, ‘রিজওয়ান অভিযোগ করতে পারে, দল নির্বাচনে তার কোনো হাত নেই। এটা পুরো সত্য নয়...সে পদক্ষেপ নেয়নি। আমি জানি না, কেন?’