কনওয়ে মানেই যেন বছরের প্রথম টেস্টে ১২২

১২ টেস্টের ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে

করাচিতে প্রথম টেস্টে ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি ডেভন কনওয়ে। নিউজিল্যান্ড ওপেনার আজ করাচিতেই শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঘুচিয়েছেন সেই আক্ষেপ। ১২ টেস্টের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন কনওয়ে।

টম ল্যাথামের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৩৪ রানের জুটি গড়া কনওয়ে ফিরেছেন ১২২ রান করে। ১৯১ বলে ১৬ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি খেলার পথে দ্বিতীয় উইকেটে সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়ে ঠিক ১০০ রান যোগ করা কনওয়েকে ফেরান স্পিনিং অলরাউন্ডার আগা সালমান।

৮৯ রানে স্লিপে ক্যাচ তুলেও বেঁচে যাওয়া কনওয়ে এবার উইকেটকিপার সরফরাজের ক্যাচ হতেই বদলে যায় খেলার গতিপ্রকৃতি। ১ উইকেটে ২৩৪ রান তুলে ফেলা নিউজিল্যান্ড সেখান থেকেই দিন শেষ করেছে ৬ উইকেটে ৩০৯ রান তুলে। শেষ সেশনে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে প্রবলভাবেই ম্যাচে ফিরেছে পাকিস্তান।

৩ উইকেট নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আগা সালমান (ডানে)
ছবি: এএফপি

টস জিতে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড প্রথম দুই সেশনে ছড়ি ঘুরিয়েছে পাকিস্তানি বোলারদের ওপর। প্রথম সেশনে বিনা উইকেটে ১১৯ রান তোলা কিউইরা দ্বিতীয় সেশনে ল্যাথামের উইকেটটি হারিয়ে যোগ করে আরও ১০৭ রান। ৭১ রান করে নাসিম শাহর বলে এলবিডব্লু হয়েছেন সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া ল্যাথাম।

দ্বিতীয় সেশনে মীর হামজার বোলিংয়ে দারুণ এক ফ্লিকে ডিপ মিডউইকেটে পাঠিয়ে ৩ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। ২০২২ সালের প্রথম টেস্টেও সেঞ্চুরি পাওয়া কনওয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৫৬ বলে। গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের বিপক্ষে নববর্ষের ১২২ রান করা কনওয়ে এবার বছরের দ্বিতীয় দিনে শুরু টেস্টেও পেলেন ঠিক ১২২ রান!

আরও পড়ুন

১২ টেস্টের ২১ ইনিংসে ৫৭.২০ গড়ে ১১৫০ রান করেন কনওয়ে ৬৩তম ওভারে। পরে নাসিম শাহর করা অফ স্টাম্পের ঠিক বাইরের বল তাড়া করে সরফরাজের হাতে ক্যাচ দেন উইলিয়ামসন।

শেষ সেশনে এমন হাসির উপলক্ষ অনেকবারই পেয়েছে পাকিস্তান
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের পরের ৩টি উইকেটই নিয়েছেন পাকিস্তানি স্পিনাররা। কনওয়ের পর ড্যারিল মিচেল ও হেনরি নিকোলসকে ফিরিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন অফ স্পিনার সালমান। ২৯ বছর বয়সী সালমান মাইলফলক ছোঁয়ার পরের ওভারেই লেগ স্পিনার আবরার আহমেদও প্রথম শ্রেণির ক্রিকেট ১০০তম উইকেটটি পেয়ে যান। ২৪ বছর বয়সী স্পিনারের শততম শিকার মাইকেল ব্রেসওয়েল।

এরপর আর কোনো উইকেট পড়তে দেননি টম ব্লান্ডেল ও ইশ সোধি।