সিরিজ শুরুর আগের দিন দল ঘোষণা করল শ্রীলঙ্কা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে শ্রীলঙ্কা দলপ্রথম আলো

আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর এক দিন আগে আজ সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচক কমিটি, যেটি অনুমোদন দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।

সফরকারী কোনো দেশের এত পরে এসে দল ঘোষণা একটু অবাক করার মতোই। তবে দল ঘোষণার যে শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটিও জানা কথাই। শ্রীলঙ্কা দল তো এরই মধ্যে সিরিজের জন্য স্বাভাবিকভাবেই চট্টগ্রামে অনুশীলন করছে।

আরও পড়ুন

আনুষ্ঠানিকভাবে যে দল ঘোষণা করা হয়নি, তা জানতেন না শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউডও। সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে আজ এ নিয়ে প্রশ্ন করা হলে একটু বিব্রত হয়ে তিনি বলেন, ‘আমার আসলে কোনো ধারণা নেই বিষয়টা নিয়ে। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনকভাবে প্রশ্নটার উত্তরও তা-ই দিতে পারছি না।’

সিলভারউডের সে সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া গেল। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে আছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান শেভন ড্যানিয়েল ও পেসার আসিতা ফার্নান্ডো। তাঁদের জায়গায় এসেছেন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও পেসার লাহিরু কুমারা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা দনাঞ্জয়া, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

কামিন্দু মেন্ডিস সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২ বছরেরও বেশি আগে। ২০২২ সালের জানুয়ারিতে ৭ ম্যাচ ওয়ানডে ক্যারিয়ারের সর্বশেষটি খেলেছিলেন এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই খেলেছেন। অন্যদিকে কুমারা সর্বশেষ ওয়ানডে খেলেছেন বিশ্বকাপে। সে টুর্নামেন্টে অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এ পেসার।

আরও পড়ুন

কুমারার মতো চোট কাটিয়ে ফিরছেন পাতুম নিশাঙ্কাও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের সিরিজে ছিলেন না এ ওপেনার।

ওয়ানডে সিরিজের আগে নেটে নিজেদের পরখ করে নিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা
প্রথম আলো

আগামীকালের মতো ১৫ মার্চ দ্বিতীয় ওয়ানডেও শুরু বেলা ২-৩০ মিনিটে। ১৮ মার্চ সিরিজের শেষ ম্যাচটি শুরু সকাল ১০টায়। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন