আগামীকালও বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন জুটি

ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে তিন জুটিকে ওপেনিং করিয়েছে বাংলাদেশছবি: এএফপি

প্রথম ম্যাচে ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ছিলেন সাব্বির রহমান। দ্বিতীয় ম্যাচে সাব্বির বাদ, মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ম্যাচে মিরাজ বাদ, নাজমুলের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাস।

ত্রিদেশীয় সিরিজে আগামীকাল চতুর্থ ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আগের তিন ম্যাচের ধারা মেনে ওপেনিংয়ে বদল আসছে এই ম্যাচেও। বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কথায় অন্তত তেমনই ইঙ্গিত।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই সর্বশেষ। ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে ওপেনিং ও বোলিং সমন্বয়ে একাধিকবার বদল এনেছে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপের জন্য সেরা সমন্বয় খুঁজে পেতে এমন অদলবদল শেষ ম্যাচেও চলতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড, ‘নতুন বলে ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক ম্যাচআপ ব্যবহার করেছি আমরা। ওপরের সারির চার ব্যাটসম্যানকে অনেক অদলবদল (মিক্সিং) করেছি। এখন (টেকনিক্যাল কনসালট্যান্ট) শ্রীরাম অনেক কম্বিনেশন দেখছে। যেখানে তাকে নিখুঁত হতে হবে বলে মনে করে সে। বিশেষ করে আগামীকাল শেষবারের মতো দেখবে তার কী করা উচিত এই কাজের জন্য সঠিক লোক খুঁজে বের করতে।’

শেষ দুই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩৩ ও ১১ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন
ছবি: এএফপি

ওপেনিং নিয়ে বাংলাদেশ দলের পরীক্ষা-নিরীক্ষা চলছে এশিয়া কাপ থেকেই। মিরাজ-সাব্বিরকে খেলানোর আগে ওপেনিং জুটি হিসেবে নামানো হয়েছিল নাঈম শেখ ও এনামুল হককে।

এশিয়া কাপের পর আরব আমিরাত সিরিজ হয়ে এখন ত্রিদেশীয় সিরিজও শেষের পথে। তবু পরীক্ষা-নিরীক্ষা শেষ হচ্ছে না।

অতিমাত্রার এই অদলবদল নিয়ে চারপাশে প্রশ্ন আছে—এমনটা জানা আছে টিম ম্যানেজমেন্টেরও।

আরও পড়ুন

ডোনাল্ডের মতে সমালোচনা থাকলেও সেরা কম্বিনেশন পাওয়ার জন্য শ্রীরামের হাতে বিকল্প নেই, ‘এটা কখনোই সহজ কাজ নয়। কোচ হিসেবে কখনো নিশ্চিতভাবে বলতে পারবেন না কোন সমন্বয়টা সঠিক। তবে আমি নিশ্চিত, এরই মধ্যে সে সঠিক জুটি খুঁজে পেয়েছে। অনেকেই বলে, কত দিন এভাবে ট্রায়াল এন্ড এররের মধ্যে চলবে। কিন্তু সমাধান বের করার জন্য কোচ হিসেবে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমি মোটামুটি নিশ্চিত, সে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।’