গত বছরের এশিয়া কাপে ভারতের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা সর্বশেষ এশিয়া কাপেই পেয়েছেন বিরাট কোহলি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের প্রায় তিন বছরের সেঞ্চুরি-খরা ঘুচেছে। সেই কোহলি এরপর ওয়ানডেতে পেয়েছেন তিনটি সেঞ্চুরি। কিন্তু খেলাটা যখন সাদা পোশাকের, কোহলি পড়ে ছিলেন সেঞ্চুরি-খরার সময়েই। শুধুই কী সেঞ্চুরি খরা, বোধ হয় রানখরা বললেই ভালো হবে। কারণ, ২০২২ সালের জানুয়ারির কেপটাউন টেস্টের পর তো টেস্টে পঞ্চাশের দেখাই পাচ্ছিলেন না কোহলি। এই সিরিজেও তো ইনিংসটাকে বড় করতে পারছিলেন না।

তবে এই টেস্টে যেন সব অপেক্ষার অবসান ঘটাতেই মাঠে নেমেছিলেন কোহলি। কোহলি সেঞ্চুরি পেয়েছেন ২৪১ বলে। এর চেয়ে ধীরগতির সেঞ্চুরি কোহলি করেছেন একটি। ২০১২ সালে নাগপুরে ২৮৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। ১০ চারে এখন পর্যন্ত ১৩৩ রান নিয়ে ক্রিজে আছেন তিনি। এই রিপোর্ট লেখার আগে পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেট ৪৬৪ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখন পিছিয়ে ১৬ রানে।