বিশ্বকাপে লিটনের পারফরম্যান্সে পুরো বিশ্বই তাকিয়ে থাকবে, নিশ্চিত সাকিব

বিশ্বকাপে লিটনের কাছ থেকে ভালো কিছু চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানপ্রথম আলো

৭৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে লিটন দাসের সেঞ্চুরি ৫টি, ফিফটি ১০টি। সর্বশেষ যে সেঞ্চুরি, সেটি গত বছরের ফেব্রুয়ারির। সর্বশেষ খেলা ১০ ইনিংসে ফিফটি মাত্র একটি। সেটাও করেছেন এ বছরের মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অন্যতম বড় দুশ্চিন্তার নাম ব্যাট হাতে লিটনের ছন্দহীনতা। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বাস, বিশ্বকাপে লিটন এমন কিছু করবেন যে পুরো বিশ্বই তাঁর দিকে তাকিয়ে থাকবে।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে অধিনায়ক সাকিবের সহকারী ছিলেন লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সদ্য শেষ হওয়া সেই সিরিজের প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন লিটন।

সময়টা সুবিধার যাচ্ছে না লিটনের
প্রথম আলো

সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম নিয়েছেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন। মঙ্গলবার সাকিবকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে লিটনকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়নি, সাকিবের সহকারী করা হয়েছে নাজমুলকে।

লিটনকে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় তাঁর চাপ কিছুটা কমবে বলে মনে করেন সাকিব, ‘আমি মনে করি, এটা ওকে সাহায্য করবে। ওর ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে সাহায্য করবে।’ সাকিব এরপর যোগ করেন, ‘এই মুহূর্তে ওর ব্যাটিংয়ের চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে।’

সাকিব এরপর যা বলেছেন, সেটা হয়তো বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীরই চাওয়া। লিটনের কাছে নিজের প্রত্যাশার কথাও হয়তো এভাবেই বলেছেন সাকিব, ‘ও যদি ওর ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ টিভিতে ওকে দেখতে আরও বেশি পছন্দ করবে। যেভাবে ও পারফর্ম করবে, আমি নিশ্চিত, পুরো বিশ্বই হয়তো ওর দিকে তাকিয়ে থাকবে।’

আরও পড়ুন