‘আচরণগত’ কারণে বিগ ব্যাশ থেকে বাদ আফগান পেসার

আফগান পেসার ফজলহক ফারুকিছবি: টুইটার

‘আচরণগত’ কারণে আফগান পেসার ফজলহক ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফারুকি এবারই প্রথম বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন। ১৫ ডিসেম্বরের এক ঘটনার প্রসঙ্গ টেনে সিএর বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবারের এক ঘটনায় ফারুকির আচরণ নিয়ে অভিযোগ পেয়েছিল সিডনি থান্ডার। সেটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি ইউনিটে পাঠানো হলে তদন্ত করা হয়। তদন্ত ও শুনানি শেষে দেওয়া রায় অনুসারে চুক্তি বাতিলের ঘোষণা দেয় থান্ডার।

আরও পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে অবশ্য ‘গোপনীয়তার স্বার্থে’ ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের সিইও লি জেরমন বলেন, ‘ফজলহক ফারুকি যে আচরণ প্রদর্শন করেছেন, সেটি আমাদের মূল্যবোধের বাইরে। আমাদের লক্ষ্য এখন ঘটনার ভুক্তভোগী ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া।’

ইংল্যান্ডের ডেভিড উইলি সরে গেলে গত মাসে ফারুকিকে বদলি হিসেবে নেওয়া হয়। এখন পর্যন্ত থান্ডারের খেলা চারটি ম্যাচেই খেলেছেন তিনি।

আরও পড়ুন

প্রথম দুই ম্যাচে ৫ উইকেট পেলেও পরের দুটিতে ছিলেন উইকেটশূন্য। থান্ডার এখনো ফারুকির বদলি ঘোষণা করেনি।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই পেসার এখন পর্যন্ত ১০টি ওয়ানডে এবং ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন।