ছবিতে ছবিতে এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালের গল্প

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ের রোমাঞ্চকর ফাইনালটা উপহার দিয়েছে দারুণ সব ছবিও।

১ / ১০
ফাইনাল শুরুর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও ভারতের দুই সমর্থক
এএফপি
২ / ১০
টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব
এসিসি
৩ / ১০
ম্যাচ শুরুর আগে মাঠে দুই দল
রয়টার্স
৪ / ১০
পাকিস্তানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সাহিবজাদা ফারহান, ৩৮ বলে করেছেন ৫৭ রান
এসিসি
৫ / ১০
সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে সাহিবজাদা–ফখরের ৮৪ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী (বাঁয়ে)
এএফপি
৬ / ১০
১৭তম ওভারে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব
রয়টার্স
৭ / ১০
অভিষেক শর্মার পর শুবমান গিলকেও ফিরিয়ে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ফাহিম আশরাফ
এএফপি
৮ / ১০
তিলক বর্মা ও শিবম দুবের ৬০ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ভারত
রয়টার্স
৯ / ১০
‘আমরাই চ্যাম্পিয়ন’—জয়ের পর ফাইনালের নায়ক তিলক বর্মার হুংকার
এএফপি
১০ / ১০
ট্রফি ছাড়াই ভারতীয় খেলোয়াড়দের শিরোপা উদ্‌যাপন
এএফপি