৬ জানুয়ারি শুরু বিপিএল, ফাইনাল ১৬ ফেব্রুয়ারি

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসপ্রথম আলো ফাইল ছবি

আগামী ৬ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির নবম আসর। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিন মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স ও এখনকার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স। আজ বিপিএলের সূচি প্রকাশ করেছে বিসিবি। ফাইনাল আগামী ১৬ ফেব্রুয়ারি, মিরপুরে।

আগেরবারের মতোই বিপিএল হবে তিনটি ভেন্যুতে—ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। চট্টগ্রাম পর্বে খেলা হবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট-পর্ব।

আরও পড়ুন

ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সে দফায় হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচও। ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ফাইনালসহ প্লে-অফে সব কটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।

দ্বিতীয় কোয়ালিফায়ার যেদিন হবে সেদিন ছাড়া প্রতিদিনই দুটি করে ম্যাচ। সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়, সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরুর সময় সন্ধ্যা ৭টা।

আরও পড়ুন
ঘরোয়া ক্রিকেটে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিপিএল। ছবিটি গত মৌসুমে সিলেট পর্বের। স্টেডিয়ামের বাইরে টিলা থেকে খেলা দেখছেন ক্রিকেটভক্তরা।
প্রথম আলো ফাইল ছবি

এবারের আসর দিয়ে আবার সাত দলের টুর্নামেন্টে ফিরছে বিপিএল। ২০১৯ সালে তখনকার ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর সেটি আর নবায়ন করেনি বিসিবি। আইপিএলের মতো লভ্যাংশ ভাগাভাগির মডেলে যেতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, বিসিবি তাতে রাজি ছিল না। এর পর থেকেই বিপিএল চলেছে কিছুটা জোড়াতালি দিয়েই।

২০১৯-২০ মৌসুমে সাতটি দলের মালিকানা দেওয়া হয়েছিল সাতটি প্রতিষ্ঠানকে। এরপর করোনাভাইরাসের কারণে বিপিএলের বদলে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। সর্বশেষ গত আসরে বিপিএল হয়েছিল ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলে এক বছরের জন্যই দলগুলোর মালিকানা বিক্রি করেছিল বিসিবি।
গত ২৩ নভেম্বর হয়ে গেছে বিপিএলের এবারের আসরের ড্রাফট।

আরও পড়ুন