নিউজিল্যান্ড সিরিজের আগে জাতীয় লিগে মুশফিক-নাজমুলরা

অনুশীলনে মুশফিকুর রহিমশামসুল হক

বাংলাদেশ দলের বিশ্বকাপ শেষ হয়েছে ১১ নভেম্বর। এর পরদিনই ভারত থেকে ঢাকায় ফিরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। তাঁদের কয়েকজন আগামীকাল আবার মাঠে নামতে যাচ্ছেন।

আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচ খেলবেন বিশ্বকাপ দলে থাকা মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, হাসান মাহমুদ ও এনামুল হক।

মুশফিক, নাজমুল ও তানজিদ খেলবেন রাজশাহী বিভাগের হয়ে। চট্টগ্রাম বিভাগের হয়ে নামবেন হাসান। সিলেট বিভাগের হয়ে খেলবেন নাসুম, খুলনা বিভাগে মেহেদী ও এনামুল।

আরও পড়ুন

বিশ্বকাপ থেকে ফিরে আসা খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে জাতীয় লিগের শেষ রাউন্ডের সূচিতে বদল আনা হয়। আগের সূচি অনুযায়ী শেষ রাউন্ডের খেলা ১৬ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও এখন সেটি আগামীকাল থেকে শুরু হচ্ছে।

নাজমুলও জাতীয় লিগের শেষ রাউন্ডে খেলবেন রাজশাহীর হয়ে
প্রথম আলো

এরই মধ্যে প্রথম স্তরে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ঢাকা বিভাগ (৩৭) কক্সবাজারে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ঢাকা মহানগরের (১৪)। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে সিলেটের ম্যাচটি বগুড়ায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবে রাজশাহী বিভাগ। খুলনা তাদের নিজেদের মাঠে খেলবে বরিশালের বিপক্ষে। দ্বিতীয় স্তরে শীর্ষে (৩৫ পয়েন্ট) শেষ রাউন্ডে নামবে চট্টগ্রাম, দুইয়ে থাকা খুলনা (২৬) তাদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে।

জানা গেছে, জাতীয় লিগের ম্যাচ দেখতে চট্টগ্রাম যেতে পারেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের কথা ভেবে জাতীয় লিগের শেষ দুই রাউন্ডের ম্যাচ হচ্ছে কুকাবুরা বলে। জাতীয় লিগের প্রথম চার রাউন্ডের খেলা হয়েছে ডিউক বলে।