টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে কত টাকা পেল বাভুমার দক্ষিণ আফ্রিকা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাএএফপি

দক্ষিণ আফ্রিকা এখন টেস্টের বিশ্বসেরা। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টেম্বা বাভুমার দল। ২৮২ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা জিতেছে এইডেন মার্করামের অসাধারণ এক সেঞ্চুরি ও হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও করা বাভুমার ফিফটির সৌজন্যে।

১৯৯৮ সালের আইসিসি নকআউট বিশ্বকাপের পর প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা হয়ে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়েও উঠেছে দলটি। চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্বের স্মারক গদা তো জিতেছেই বাভুমারা, দলটি বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও জিতেছে।

আইসিসি গত মাসেই জানিয়ে দিয়েছিল টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কারের কথা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছিল মোট ৫৭.৬ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকা) অর্থ পুরস্কার থাকছে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রের চেয়ে প্রায় দ্বিগুণ।

রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে প্রায় ২৬ কোটি ২৭ লাখ টাকা
এএফপি

চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২১ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ২৬ কোটি ২৭ লাখ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে সপ্তম হয়ে বাংলাদেশ ৭ লাখ ২০ হাজার ডলার বা ৮ কোটি ৭৫ লাখ টাকা পেয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ৯ দলের চূড়ান্ত অবস্থান ও আয়

আরও পড়ুন