- সিলেটের ১৪ রানে হার
- এ বছরে সর্বোচ্চ
- সিলেটের জন্য কাজটা কঠিন
- এবার ফিরলেন আফিফ
- সিলেট ১০ ওভারে ৭৪
- চট্টগ্রামের ১৯৮
- ৩ বলের মধ্যে ফিরলেন আসিফ–হাসান
- ১ রানের আক্ষেপ
- ফিরলেন মাহমুদুল
- মাহমুদুলের ছক্কা, চট্টগ্রামের ৬০
- উদ্বোধনী জুটিতে ৩৫
- টসে হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম
- স্বাগত
সিলেটের ১৪ রানে হার
চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য থেকে ১৪ রান দূরে থামল সিলেট টাইটানস। ১৯.৪ বলে ১৮৪ রানে গুটিয়ে গেছে সিলেট। শেষ ব্যাটসম্যান হিসেবে তানভীরের বলে আউট হয়েছেন খালেদ আহমেদ।
এই খালেদের ২৫ রানের ইনিংসেই খেলা কিছুটা জমিয়ে তুলেছিল সিলেট। শেষ ২ ওভারে সিলেটের লাগত ৪২ রান, হাতে ছিল ১ উইকেট। সেখান থেকে ম্যাচটা ৩ বলে ১৫ রানের সমীকরণে নিয়ে আসেন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি। সিলেটের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪৬ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে।
এর আগে আজও দলের জন্য বড় রানের ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন অ্যাডাম রসিংটন। টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া এই ইংলিশ ব্যাটসম্যান ৩৮ বলে ৪৯ রানেই থেমেছেন। শেষ দিকে চট্টগ্রামের মেহেদী হাসানের ১৩ বলে ৩৩ রানের ইনিংসে পুরো ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ পেয়ে যায় চট্টগ্রাম।
বিপিএলে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় স্থানে থাকা রংপুর এক ম্যাচ কম খেলে সমান জয় পেলেও রান রেটে পিছিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম রয়্যালস: ২০ ওভারে ১৯৮/৫ (রসিংটন ৪৯, মেহেদী ৩৩*; রুয়েল ৩/৪১)। সিলেট টাইটানস: ১৯.৪ ওভারে ১৮৪/১০ (আফিফ ৪৬, খালেদ ২৫; আমের ৪/৩৪, তানভীর ২/৩৮)। ফল: চট্টগ্রাম রয়্যালস ১৪ রানে জয়ী। ম্যাচসেরা: মাহমুদুল হাসান।
এ বছরে সর্বোচ্চ
সিলেটের জন্য কাজটা কঠিন
আফিফের পর আউট হয়েছেন ওমরজাইও। উইকেটে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ইথান ব্রুকস। ৪ ওভারে সিলেটের দরকার ৬১ রান।
এবার ফিরলেন আফিফ
সিলেট: ১৩ ওভারে ১০৫/৫
স্পিনার তানভীর ইসলামের ওভারের তৃতীয় ও পঞ্চম বলে মেরেছেন ছক্কা। ওভারের শেষ বলটিতে খেলতে চাইলেন রিভার্স সুইপ। সেই পথে এলবিডব্লু হয়েছেন আফিফ। ৪৬ রান করেছেন আফিফ।
সিলেট ১০ ওভারে ৭৪
পার্ট টাইম স্পিনার হাসান নেওয়াজের বলে ফিরলেন মঈন আলী। আগের বলেই ছক্কা মারা এই ব্যাটসম্যান হাসানের জোরের ওপরে করা বলটি খেলতে পারেননি। ফিরেছেন ১৩ রান করে।
তৌফিকের পর ফিরলেন রনি
সিলেট: ৬ ওভারে ৫০/৩
ইনিংসের প্রথম ১৩ বলে ৪ রান করেছিলেন তৌফিক খান। পরে নিজের খেলা চার বলে ছক্কা মেরেছেন ৩টি। আরও একটি বড় শট খেলতে গিয়ে আমের জামালের বলে আউট হয়েছেন তৌফিক। মিড উইকেটে দারুণ একটি ক্যাচ নিয়েছেন শরীফুল।
এরপর উইকেটে এসে রনি তালুকদার প্রথম বলেই মারেন ছক্কা। আউট হন পরের বলেই।
ফিরলেন পারভেজ
রান তাড়ায় শুরুতেই ফিরেছেন পারভেজ হোসেন। আবু হায়দারের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন পারভেজ। ২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
চট্টগ্রামের ১৯৮
রসিংটনের ৪৯, মাহমুদুলের ৪৪ রানের পর অধিনায়ক মেহেদীর ১৩ বলে ৩৩ রানের ইনিংসে চট্টগ্রাম তুলেছে ১৯৮ রান। সিলেটের হয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার রুয়েল মিয়া।
৩ বলের মধ্যে ফিরলেন আসিফ–হাসান
১৭তম ওভারের পঞ্চম বলে আসিফ আলী ও ১৮তম ওভারের প্রথম বলে ফিরেছেন হাসান নেওয়াজ।
আজমতউল্লাহর বলে ফিরেছেন ১৩ রান করা আসিফ। হাসান নেওয়াজ আউট হয়েছেন রুয়েলের বলে, ২৫ রান করে।
৩ উইকেট নিয়েছেন রুয়েল।
১ রানের আক্ষেপ
চট্টগ্রাম: ১৫ ওভারে ১৩২/২
বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ফিফটির রেকর্ড গড়ার পথে ছিলেন অ্যাডাম রসিংটন। তবে ৪৯ রানে রুয়েলের বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন চট্টগ্রাম ওপেনার।
ফিরলেন মাহমুদুল
চট্টগ্রাম: ১১ ওভারে ৯৫/২
১১তম ওভারের প্রথম দুই বলে ছক্কা মারলেন দুটি। তৃতীয় বলেও বাউন্ডারিই মারতে চেয়েছিলেন। তবে এবার আর হয়নি। রুয়েল মিয়ার বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল।
২১ বলে ৪৪ রান করছেন মাহমুদুল। মেরেছেন ৪ ছক্কা ও ৩ চার।
মাহমুদুলের ছক্কা, চট্টগ্রামের ৬০
মাহমুদুলের ব্যাট থেকে এল নো লুক ছক্কা। আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে দুই ছক্কায় ১৮ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছেন। পাওয়ার প্লের ৬ ওভারে ৬০ রান করেছে চট্টগ্রাম।
উদ্বোধনী জুটিতে ৩৫
এবারের বিপিএলে চট্টগ্রামের সাফল্যে বড় ভূমিকা রাখছে তাদের উদ্বোধনী জুটি। অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈমের জুটি ৪ ম্যাচের দুটিতেই এক শ ছাড়িয়েছে। আজ তা ৪.১ ওভারে থেমেছে ৩৫ রানে। ১৪ বলে ১৮ রান করে মঈন আলীর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন নাঈম। ১১ বলে ১৭ রান করে এখনও অপরাজিত রসিংটন।
টসে হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম
টসে ছিলেন দুই মেহেদী—সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। জিতেছেন মিরাজ।
সিলেট অধিনায়ক বেছে নিয়েছেন আগে বোলিং। চট্টগ্রামের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈম। সিলেটের হয়ে বোলিং শুরু করেছেন রুয়েল মিয়া।
স্বাগত
দ্বাদশ বিপিএলের লিগ পর্বের সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস ম্যাচের লাইভ ব্লগে সবাইকে স্বাগত। চট্টগ্রাম ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর সিলেট ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দুই দলের ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ ও তথ্য–উপাত্ত জানতে চোখ রাখুন এখানে।