তানজিদের ৮৯ রানের পর ৩ ক্যাচ মিস: দেখুন তৃতীয় টি-টোয়েন্টির ১১ ছবি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের। তানজিদ হাসানের সেঞ্চুরির সম্ভাবনা জাগানো ইনিংস, ফিল্ডারদের তিন ক্যাচ মিস আর নুরুল হাসানের স্ট্রেচারে মাঠ ছেড়ে যাওয়া যে ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখুন তেমনই ১০টি ছবি।
১ / ১১
কয়েন ওপর থেকে নিচে পড়েছে। মাটিতে পড়ার আগমুহূর্তে গভীর মনোযোগে সে দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ আর ম্যাচ রেফারি ডিন কসকার
শামসুল হক
২ / ১১
খেলা শুরুর আগে মাঠে শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ দলের ‘থিংকট্যাংক’—প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও অধিনায়ক লিটন দাস
শামসুল হক
৩ / ১১
ইনিংসটা দুই অঙ্কেও নিতে পারলেন না লিটন। মাঠ ছেড়ে যাওয়ার মুহূর্তে সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ছেন বাংলাদেশ অধিনায়ক
শামসুল হক
৪ / ১১
৪টি ছক্কা মেরেছেন তানজিদ। সব মিলিয়ে এ বছর তাঁর টি-টোয়েন্টি ছক্কা এখন ৩৮টি
শামসুল হক
৫ / ১১
২০তম ওভারের প্রথম বলে ৮৯ রান করে আউট হয়ে ফিরে যাওয়ার সময় রোভমান পাওয়েলের শুভেচ্ছা পেলেন তানজিদ হাসান
শামসুল হক
৬ / ১১
বাংলাদেশের ইনিংসের শেষ বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন তাসকিন আহমেদ
শামসুল হক
৭ / ১১
বলটা ফসকেই গেল। নেমেছিলেন বদলি ফিল্ডার হিসেবে। কিছুক্ষণ ফিল্ডিং করেই উঠে যাবেন। কিন্তু এর মধ্যেই আমির জাঙ্গুর ক্যাচ ছাড়েন তাওহিদ হৃদয়
শামসুল হক
৮ / ১১
অ্যাঙ্কেলের চোটে মাঠেই শুয়ে পড়লেন নুরুল হাসান। পরে স্ট্রেচার এনে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়
শামসুল হক
৯ / ১১
খেলা শেষ। ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে সারি বেঁধে মাঠ ছাড়ছেন জাকের আলী, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেনরা
শামসুল হক
১০ / ১১
হাত থেকে গ্লাভস খুলে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন লিটন দাস। বিমর্ষ পাশের সতীর্থরাও
শামসুল হক
১১ / ১১
সিরিজসেরা হওয়া রোমারিও শেফার্ডের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর
শামসুল হক