লক্ষ্য ৪৫০—জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে

৯০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উসমান খাজাএএফপি

উসমান খাজার শতকের জন্যই ইনিংস ঘোষণার অপেক্ষাটা বাড়ছিল। খাজাও চেষ্টা করছিলেন যত দ্রুত সেঞ্চুরি তুলে ইনিংসের ইতি টানতে। ৬৪তম ওভারে শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই মারলেন চার। কিন্তু শাহিনের পরের বলেই ডিপ থার্ড অঞ্চলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ৯০ রান করা খাজা। এ ওপেনার আউট হতেই ইনিংসের ইতি টানে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য এখন ৪৫০ রানে। অর্থাৎ জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে।

এর আগে অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২১৬ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া চাইলে পাকিস্তানকে ফলোঅন করাতে পারত। কিন্তু তা না করে নিজেরাই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট আরও ২৩৩ যোগ করে অস্ট্রেলিয়া। ৪৫০ রানের লক্ষ্য তাড়ায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে পাকিস্তান। প্রথম ওভারে আবদুল্লাহ শফিককে (২) ফেরান মিচেল স্টার্ক। এরপর ২ রান করা অধিনায়ক শান মাসুদকে ফেরান জস হ্যাজলউড।

আরও পড়ুন

দ্বিতীয় ইনিংসে বল হাতে পাকিস্তান ভালোই পরীক্ষা নিয়েছিল অস্ট্রেলিয়ার। দারুণ লাইন লেংথে বল করে চাপেও রাখে স্বাগতিকদের। কিন্তু সেই চাপ দারুণভাবে সামাল দেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। চতুর্থ দিন সকালেও আগ্রাসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পরীক্ষা নেয় পাকিস্তানি বোলাররা। দিনের চতুর্থ ওভারেই খুররম শাহজাদ ফিরিয়ে দেন স্টিভেন স্মিথকে। এলবিডব্লু হওয়া স্মিথ অবশ্য রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর বেশি দূর যেতে পারেননি ট্রাভিস হেডও। ১৪ রান করে আউট হন আমের জামালের বলে।

উইকেট পেয়ে শাহিন আফ্রিদির উদ্‌যাপন
টুইটার

এরপর অবশ্য অস্ট্রেলিয়াকে আর কোনো বিপদে পড়তে দেননি খাজা ও মিচেল মার্শ। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সামলে দলকে বড় লিডের দিকে এগিয়ে নেন এ দুজন। এর মধ্যে অবশ্য এলবিডব্লুর ফাঁদে পড়ে রিভিউ নিয়ে বেঁচে যান খাজা।  দ্রুত গতিতে রান তুলে ৬৮ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন মার্শ। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন খুররম শাহজাদ।