বাংলাদেশ ম্যাচের আগে ২১৫ কিমি গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন রোহিত

ভারতের অধিনায়ক রোহিত শর্মাছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ‘ডাক’ মারলেও পরের দুই ম্যাচেই স্বরূপে হাজির রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি এবং পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেছেন ৮৬ রানের ইনিংস।

আজ বাংলাদেশের বিপক্ষে কেমন করবেন রোহিত? সেটা সময় হলে মাঠেই দেখা যাবে। তবে রোহিত কিন্তু সাম্প্রতিক সময়ে ফুরফুরে মেজাজে আছেন। আর কে না জানে, মেজাজটা ফুরফুরে থাকলে চাপহীন ব্যাটিং করা যায়।

আরও পড়ুন

ভারতের অধিনায়কের মেজাজ ফুরফুরে, এমন দাবি করা হচ্ছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। রোহিতের গতির নেশা নতুন নয়, আর সেই নেশাই পেয়েছিল তাঁকে। মুম্বাই-পুনে মহাসড়কে নিজের ল্যাম্বোরঘিনি গাড়ি নিয়ে ছোটার পথে একবার নয়, দুবার নয়, তিন-তিনবার ট্রাফিক পুলিশের কাছে জরিমানা গুনতে হয়েছে রোহিতকে।

এ ঘটনা ঘটেছে রোহিত গাড়ি চালিয়ে পুনেতে ভারতের জাতীয় ক্রিকেট দলে যোগ দিতে আসার সময়। ভারতের সংবাদমাধ্যম ‘পুনে মিরর’-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘এনডিটিভি’ ও ‘হিন্দুস্তান টাইমস’।

ভারতের ট্রাফিক বিভাগের সূত্র মারফত পুনে মিরর জানিয়েছে, অবিশ্বাস্য গতিতে গাড়ি চালাচ্ছিলেন রোহিত। ঘণ্টায় ২০০ থেকে ২১৫ কিলোমিটারেও গাড়ি ছুটিয়েছেন। বিপজ্জনক এই গতির কারণে অনলাইনে তিনটি জরিমানার চালান ইস্যু করা হয় রোহিতের নামে।

আরও পড়ুন

ব্যস্ত রাস্তায় ভারত অধিনায়কের এমন অপরিণামদর্শী গাড়ি চালানো নিয়ে দুশ্চিন্তাও প্রকাশ করেছে ভারতের ট্রাফিক বিভাগ। যেহেতু বিশ্বকাপ চলছে, নিরাপত্তার স্বার্থে নিজের গাড়ি না গিয়ে তাঁর পুলিশ প্রহরায় টিম বাসে করে পুনেতে যাওয়া উচিত ছিল বলে মনে করে ভারতের ট্রাফিক পুলিশ বিভাগ।

তবে রোহিতের ল্যাম্বরঘিনি ইউরাস মডেলের গাড়িটির নম্বরপ্লেট দেখে যে কেউ মজা পেতে পারেন। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ রানের ইনিংসটিই (২৬৪) গাড়ির নম্বর হিসেবে ব্যবহার করছেন এই ওপেনার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নেট অনুশীলনে রোহিত শর্মা
ছবি: এএফপি

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত রোববার জাতীয় দলের সতীর্থদের সঙ্গে পুনেতে আসেন রোহিত। পরের দিন অনুশীলন ছিল না ভারতের। পরিবারের সঙ্গে সময় কাটাতে রোহিত সেদিন মুম্বাইয়ে ফিরতে পারেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুশীলন করেছে ভারতীয় দল।

আরও পড়ুন