‘হতাশ’ নুরুল উন্নতি খুঁজে চলছেন

কিপিংয়ের পাশাপাশি সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্বও করেন নুরুল হাসানছবি: এএফপি

ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ানের সংবাদ সম্মেলনটা যে খুব একটা বড় হলো, তা নয়। সেটি চলল চার মিনিটের একটু বেশি সময় নিয়ে। আর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসানের কথা দুই মিনিটও এগোল না।

এর মধ্যে নুরুল যা বললেন, তার সারাংশ আসলে এমন—মাঝের ওভারগুলোতে উইকেট হারানো ভুগিয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে, উন্নতি করতে হবে কয়েক জায়গায়।

ঠিক কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটি অবশ্য নির্দিষ্ট করে বলেননি নুরুল। হয়তো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবখানেই উন্নতি দরকার বলেই আলাদা করে কিছু বললেন না। হ্যাগলি ওভালের এমন উইকেটে পাকিস্তানকে ১৬৭ রানে আটকে রাখার পরও জিততে না পারা, এমন প্রসঙ্গে পুরস্কার বিতরণীতে নুরুল বলেছিলেন, তিনি ‘হতাশ’, ‘উইকেট ভালোই ছিল, বোলাররা ভালোই করেছে। তবে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নুরুল হাসান
ছবি: টুইটার

১৬৭ রান তাড়ায় শুরুটা আবারও নড়বড়েই হয়েছে আজ বাংলাদেশের। তবে তৃতীয় উইকেট জুটিতে লিটন দাস ও আফিফ হোসেন—বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যানের জুটি আশাই জোগাচ্ছিল। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই, আউটও হয়েছেন অসময়ে। আর শেষদিকে ইয়াসির আলীর ২১ বলে ৪২ রানের ইনিংস তো শুধু ব্যবধানই কমিয়েছে।

মেহেদী হাসান মিরাজের মতো বোলিং অলরাউন্ডারকে ওপরের দিকে খেলালে যা হয়, হয়েছে সেটিই—ইয়াসিরকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না তাসকিন আহমেদরা ছাড়া। নুরুল তবুও কৃতিত্ব দিলেন লিটন-ইয়াসিরদের, ‘লিটন ও (ইয়াসির) রাব্বি ভালো ব্যাটিং করেছে। বোলাররা ভালোই করেছে। তবে যা বলছি, কিছু জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিংয়ে মাঝের ওভারগুলোতে উইকেট হারিয়েছি, সেগুলো ভুগিয়েছে।’

ইয়াসিরের ব্যাটিংয়ের প্রশংসা করেন নুরুল হাসান
ছবি: এএফপি

ম্যাচের আগে থেকে প্রক্রিয়া অনুসরণ করার কথা বলা হয়েছে বারবার। আজ অবশ্য নুরুল বললেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলানোর কথা, ‘টি-টোয়েন্টি ম্যাচ একইভাবে যাবে না। পরিস্থিতি অনুযায়ী, আমাদের উন্নতি করতে হবে, “প্রো-অ্যাক্টিভ” হতে হবে।’

বিশ্বকাপের আগে এ সিরিজটিকে দেখা হচ্ছে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হিসেবেই। তবে আজ বাংলাদেশ দলের পারফরম্যান্স যেমন দেখা গেল, তাতে বিশ্বকাপ নিয়েও হয়তো খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই। বিশ্বকাপে নিজেদের কেমন অবস্থানে দেখেন, এমন একটা প্রশ্নের জবাবে নুরুলের কণ্ঠেও যেন অসহায়ত্বই ফুটে উঠল একটু, ‘দেখা যাক, আশা করছি, ভালো যদি করি, তাহলে গল্পটা ভিন্ন হবে।’

আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে কি ভালো কিছু করতে পারবে বাংলাদেশ? গল্পটা কি ভিন্ন হবে? নাকি বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলন আবারও হবে এমন সংক্ষিপ্তই! একই ঘটনা যখন বারবার ঘটে, তখন আসলে নতুন করে বলার থাকেই–বা কী। আজ নুরুলেরও যেমন ছিল না।