এবার মাদুশঙ্কাও শ্রীলঙ্কাকে দুঃসংবাদ দিলেন

দিলশান মাদুশঙ্কাছবি: এএফপি

এশিয়া কাপের আর এক দিন বাকি। এদিকে একের পর এক চোটে পড়ছেন শ্রীলঙ্কান বোলাররা। এতটাই যে শ্রীলঙ্কা এখনো এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করতে পারেনি। নতুন করে চোটের দীর্ঘ তালিকায় নাম লিখিয়েছেন পেসার দিলশান মাদুশঙ্কা। গত বছর টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ দিয়ে আলোচনায় আসা এই পেসার প্রস্ততি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান।

এশিয়া কাপ তো বটেই, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে মাদুশঙ্কার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা আছে। ক্রিকইনফোকে শ্রীলঙ্কা দলের মেডিকেল বিভাগের প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা এ কথা জানান। এর আগে দুষ্মন্ত চামিরা চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তিনিও ভুগছেন পেশির চোটে। বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা আছে।

আরও পড়ুন

শঙ্কা আছে আরেক পেসার লাহিরু কুমারাকে নিয়ে। ২৬ বছর বয়সী এই পেসারের চোট সাইড স্ট্রেইনে। এশিয়া কাপে খেলতে না পারলেও বিশ্বকাপের আগে তাঁকে পাওয়া নিয়ে ইতিবাচক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এশিয়া কাপে খেলবেন কি না, সেটাও নিশ্চিত নয়। তিনি উরুর চোটে ভুগছেন।

আরও পড়ুন

একই সঙ্গে বোলিং আক্রমণের চারজন নিয়মিত বোলারকে হারিয়ে বড় বিপদে আছে শ্রীলঙ্কা। ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। খেলাটি হবে ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে।