ডেঙ্গুতে আক্রান্ত এবার হার্শা ভোগলে, সুস্থ হয়ে উঠেছেন গিল
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শুবমান গিল। অবস্থা এমন হয়েছিল যে বিশ্বকাপ দল থেকেই বাদ পড়ার শঙ্কা ছিল! কিন্তু গিল সুস্থ হয়ে উঠেছেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে শনিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে খেলতে পারেন গিল। তবে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ হার্শা ভোগলে নিজের অসুস্থতার কথা জানিয়ে করা পোস্টে লিখেছেন, ‘খুবই হতাশার ব্যাপার যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবারের ভারত–পাকিস্তান ম্যাচ মিস করছি।। শারীরিক দুর্বলতায় ভুগছি। রোগপ্রতিরোধ ক্ষমতাও কম। আমার পক্ষে ম্যাচে যাওয়া মোটেও সম্ভব নয়। তবে আমি আশাবাদী যে ১৯ অক্টোবরের ম্যাচে আমি ফিরতে পারব। আমার সহকর্মীরা আমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় ভাগে আমার কাজটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। আমি তাদের সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই।’
এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে গিলের খেলার একটা সম্ভাবনা নাকি তৈরি হয়েছে। ভারতীয় দলের আগেই গিল চেন্নাই থেকে আহমেদাবাদে পৌঁছে গেছেন। সেখানে থ্রোয়ার নিয়ে অনুশীলনও করেছেন। তবে তাঁকে নিয়ে কোনো তাড়াহুড়া নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
গিল পুরো সুস্থ হয়ে মাঠে ফিরুক, সেটিই চায় তারা। ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত গিলের খেলার কোনো সম্ভাবনাই ছিল না। মঙ্গলবারই তিনি চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পান। বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছেই তিনি অনুশীলন করেন। তাঁকে সুস্থ ও সতেজ দেখাচ্ছিল বলেও দাবি করেছে এই সংবাদমাধ্যম।
তবে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার গিলের ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে গিলের ব্যাপারে যেকোনো প্রকার তাড়াহুড়া এড়াতে বলেছেন।
গাভাস্কার মনে করেন শুক্রবার গিল কেমন বোধ করে, সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে, ‘বৃহস্পতিবার গিল নেটে অনুশীলন করেছে। শুক্রবারের ওপর অনেক কিছু নির্ভর করছে। সে যদি নিজেকে সুস্থ, ঝরঝরে ও ফিট মনে করে, তবেই তাঁকে বিবেচনা করা উচিত। যদি গিল অন্তত ৪০ ওভার ব্যাটিং করার মতো ফিট না থাকে, তাহলে সে ফিট নয়। তার খেলা উচিত নয়। সামান্যতম দুর্বলতাও যদি শরীরে থাকে, তাহলে গিলের খেলা উচিত নয়।’