যে কীর্তিতে সাকিবের পাশে পান্ডিয়া

পন্তের সেঞ্চুরির পাশাপাশি ব্যাট হাতে পান্ডিয়ার আগ্রাসী ফিফটিই ভারতকে কাল জিতিয়েছেছবি: এএফপি

মাত্র এক বছর আগেও দলে তাঁর জায়গা নিয়ে কত প্রশ্ন ছিল! চোট থেকে সেরে উঠেই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন, কিন্তু সেখানে বোলিং করেননি। কিন্তু বোলিংই না করতে পারলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে রাখার যৌক্তিকতা কী, এ নিয়ে সরব ছিল ভারতের ক্রিকেটসমাজ।

সেই হার্দিক পান্ডিয়াই এখন ভারতীয় দলে কত গুরুত্বপূর্ণ! মাঝে আইপিএলে গুজরাট টাইটানসকে শিরোপা জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। ভারতীয় দলেও নিয়মিত বোলিং তো করছেনই, উইকেটও পাচ্ছেন। ব্যাট হাতেও ছড়াচ্ছেন আলো।

ভারতের ক্রিকেট বিশ্লেষক ও পরিসংখ্যানবিদ কৌস্তভ গুড়িপতি জানাচ্ছেন, পুরোপুরি অলরাউন্ডার সত্তায় আবার দেখা দেওয়া পান্ডিয়া গতকাল একটা দারুণ কীর্তিও গড়েছেন। যে কীর্তি এর আগে ছিল শুধু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। কী কীর্তি? কোনো দলের বিপক্ষে তাদেরই মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ইনিংসে অন্তত ৪ উইকেট পাওয়া।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গতকাল ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজই জিতে গেছে ভারত। তাতে ম্যান অব দ্য ম্যাচ ঋষভ পন্ত হয়েছেন, হওয়ারই কথা—২৬০ রানের লক্ষ্যে নেমে ৩৮ রানের মধ্যেই কোহলি, রোহিত আর ধাওয়ানকে হারিয়ে ফেলা ভারতের ব্যাটিংকে পথে ফিরিয়েছে তো পন্তের অপরাজিত সেঞ্চুরিই! তবে বলে-ব্যাটে আলো ছড়িয়ে নজর কেড়েছেন পান্ডিয়াও।

ইংল্যান্ডকে ২৫৯ রানে বেঁধে ফেলার পথে বল হাতে ইংলিশ ব্যাটিং অর্ডারের মাঝের দিকটা গুঁড়িয়ে দিয়েছেন পান্ডিয়া। জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনকে ফিরিয়েছেন, ৪ উইকেট নেওয়ার পথে ৭ ওভারে ৩ মেডেন নিয়ে দিয়েছেন মাত্র ২৪ রান। এরপর ব্যাট হাতে পন্তের সঙ্গে মিলে ভারতের জয় নিশ্চিত করায় পান্ডিয়ার ফিফটির অবদানও কম নয়।

ফিফটি করেও পান্ডিয়ার যেন তৃপ্তি হয়নি
ছবি: এএফপি

দলীয় ৭২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার যাদব ফেরার পর ক্রিজে নেমেছেন, সেখান থেকে পন্তের সঙ্গে পঞ্চম উইকেটে পান্ডিয়ার ১১৫ বলে ১৩৩ রানের জুটিই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। জুটিতে পান্ডিয়ার অবদান? ৫৫ বলে ১০ চারে ৭১! যতক্ষণ ক্রিজে ছিলেন, শুরুতে পন্তকে ‘অ্যাঙ্কর রোল’ দিয়ে নিজে আগ্রাসনে ঝুঁকেছেন। জুটি থিতু হয়ে যাওয়ার পরই পন্ত আগ্রাসন শুরু করেছেন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ফিফটি করেছেন। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বলে-ব্যাটে কিছুটা আলো ছড়িয়েছেন। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ও পান্ডিয়াই।

বল হাতে ইংল্যান্ডের চার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন পান্ডিয়া
ছবি: এএফপি

তবে কাল চার উইকেট আর ফিফটিতে বেশ কয়েকটি কীর্তি হলো পান্ডিয়ার। যার একটিতে পাশে পাচ্ছেন বাংলাদেশের সাকিবকে। কোনো এক দলের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইনিংসে ৪ উইকেট পাওয়ার কীর্তি সাকিব গড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে, পান্ডিয়ার সে কীর্তি হলো ইংল্যান্ডে।

এ তো গেল বোলার পান্ডিয়ার কীর্তি, অলরাউন্ডার পান্ডিয়া একটা কীর্তিতে নাম লিখিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজের পাশে। কীর্তিটা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একই ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস ও চার বা তার বেশি উইকেটের। আর হিসেব যদি হয় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের মাঠে একই ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস ও ৪-এর বেশি উইকেটের, ভারতের হয়ে সে কীর্তিতে পান্ডিয়া অনন্য। কীর্তিগুলো এবার ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনের টি-টোয়েন্টি আর গতকালের ওয়ানডেতেই গড়েছেন পান্ডিয়া!