হাথুরুসিংহের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান কোচ নিক পোথাস
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল যখন দেশে ফিরে এসেছে, তখন তিনি থেকে গিয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বোতেই। সেখান থেকে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে দেখা করে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হাথুরুসিংহে। তাঁর স্ত্রীর অস্ত্রোপচারের কথা আছে।
তাঁর অবর্তমানে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস। আজ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ কথা জানান। হাথুরুসিংহের না থাকার কারণ জানিয়ে তিনি বলেছেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে থাকবেন না। তাঁর স্ত্রীর মেজর সার্জারি আছে। ২৫ তারিখে তিনি আসবেন। ২৬ তারিখে দলের সঙ্গে যোগ দেবেন। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ থাকবেন নিক পোথাস।’
এশিয়া কাপের আগেও হাথুরুসিংহে ছুটিতে থাকায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্যাম্প পরিচালনা করেছিলেন পোথাস। এবার দুটি ম্যাচে সরাসরি প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে এই সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে।
এ দুটি ম্যাচ দেখেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘আমরা চেষ্টা করব ২৫ তারিখের মধ্যে দল দেওয়ার। না হলে ২৬ তারিখে অবশ্যই পাবেন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে, পরের দুটি ওয়ানডে ২৩ ও ২৬ তারিখে। এ সিরিজ শেষে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে ভারতে। ২৭ সেপ্টেম্বর সাকিবদের ভারতের বিমান ধরার কথা জানান জালাল ইউনুস।