‘জিলাপির লোভে’ উইকেট বিলিয়ে এসেছেন বাবর–রিজওয়ানরা

৫০ রান করে আউট হয়ে ফিরে যাচ্ছেন বাবর আজমছবি: রয়টার্স

বিশ্বকাপ লড়াইয়ে পাকিস্তান ভারতের কাছে হারবে, এটা নতুন কিছু নয়। এবারের আগেও সাতবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। তবে কাল আহমেদাবাদে বাবর আজমদের ব্যাটিংয়ে যে ভয়াবহ ধস নেমেছে, তেমনটা আগে দেখা যায়নি।

মাত্র ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। আর সেটাও এমন উইকেটে, যেখানে বাবর-মোহাম্মদ রিজওয়ানরা স্বচ্ছন্দেই রান তুলছিলেন। তৃতীয় উইকেটে বাবর-রিজওয়ানের ৮৭ রানের জুটি ভাঙা দিয়েই মূলত ব্যাটিং-ধসের শুরু। ১৬ রানে ৫ আর ৩৬ রানে ৮ উইকেট হারানোর যে দৃশ্য দেখে নাসের হুসেইন মন্তব্য করেছেন, ‘শুধু পাকিস্তানই এভাবে ধসে যেতে পারে।’ সাবেক ইল্যান্ড অধিনায়ক নাসেরের মতো পাকিস্তানের ব্যাটিং-ধসে অবাক হয়েছেন আরও অনেকেই। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ তো রীতিমতো বিদ্রূপই করেছেন পাকিস্তান দলকে নিয়ে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে বেশ কয়েকটি টুইট করেছেন শেবাগ। পাকিস্তানের ব্যাটিং-ধস নিয়ে একটি টুইটে লিখেছেন, ‘২ উইকেটে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে, সন্ধ্যায় নাশতার সময় হয়ে গেছে। এ জন্য ফাফদা জিলাপি দেখে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে।’

পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন ভারতের পাঁচ বোলার, সবাই নিয়েছেন দুটি করে উইকেট। এদিকে ইঙ্গিত করে শেবাগ লিখেছেন, ‘আমরা হলাম সবচেয়ে বড় গণতান্ত্রিক। যে কারণে সবাই ২-২-২-২-২ উইকেট নিয়েছে।’

রান তাড়ায় ভারত যখন সহজ জয়ের পথে, তখন পাকিস্তানি সমর্থকদের গায়ে জ্বালা ধরানোর মতো আরেকটি টুইট করেন শেবাগ। সেখানে লিখেছেন, ‘মনে হচ্ছে বড় ছেলেরা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলছে।’

আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা অবশ্য বিদ্রূপের পথে হাঁটেননি। বরং পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামানোর জন্য ভারতীয় বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন, ‘ব্যাটিং–ধসে পাকিস্তানের ভয়াবহ ছবি ফুটে উঠেছে। ভারতের বোলিং ছিল সেরা মানের। পাকিস্তান খেললে সব সময়ই এ রকম একটা অনুভূতি হয় যে বিস্ফোরণ ঘটতে পারে। আর সেটাই আবারও ঘটেছে। দুর্দান্ত অধিনায়কত্ব করেছে রোহিত।’

বাবরকে আউটের পর মোহাম্মদ সিরাজের উল্লাস
ছবি: রয়টার্স

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বোলিংকেই কৃতিত্ব দিয়েছেন, ‘দর্শনীয় এক ধস দেখা গেল পাকিস্তানের কাছ থেকে। ১৫৫-২ থেকে ১৯১ অলআউট। দারুণ অধিনায়কত্ব করেছে রোহিত।’

আরও পড়ুন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অবশ্য ভারত-পাকিস্তান লড়াইয়ের মনস্তাত্ত্বিক দিক দেখছেন বাবরদের ব্যাটিং–ধসে। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের চেয়ে মনস্তাত্ত্বিক দিক দিয়ে এগিয়ে ভারত। পাকিস্তানের প্রচুর প্রতিভা আছে। কিন্তু ওরা এমনভাবে খেলে যে ভারতকে হারাতে পারবে, এই বিশ্বাস ওদের নেই।’

নাসের হুসেইন ‘শুধু পাকিস্তানই এভাবে ধসে যেতে পারে’ বলে মন্তব্য করেন পাকিস্তানের ব্যাটিংয়ের সময়। এরপর দুই ইনিংসের বিরতিতে সম্প্রচার প্রতিষ্ঠানের ম্যাচ বিশ্লেষণে নাসের ধসের কারণও ব্যাখ্যা করেন, ‘পাকিস্তান তাদের লক্ষ্যটা বড় বানিয়ে ফেলেছিল। এটা কিন্তু ইংল্যান্ড-নিউজিল্যান্ডের পিচের চেয়ে ভিন্ন ছিল। এই পিচ ধীর এবং নিচু। যেটা পাকিস্তানেও দেখা যায়। এ ধরনের পিচে লক্ষ্য হওয়া উচিত ২৮০ রান তোলা। কিন্তু পাকিস্তানকে দেখে মনে হয়েছে তারা ৩৪০ রান চায়। যেটা অনেক বেশি।’

আরও পড়ুন