নাহিদ রানা কি আজ খেলবেন
দুবাইয়ে গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে একটু চমকেই গিয়েছিলেন সবাই। নাহিদ রানা যে নেই! সেই নাহিদ রানা, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যাঁকে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকেরা। গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাচ্ছেন বাংলাদেশ একজন বোলার—এমনটা আর কবে দেখা গেছে, নাহিদ রানাকে নিয়ে আলোচনা তো হবেই।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে সেই নাহিদ রানাকে ‘টিম কম্বিনেশনের কারণে’ খেলায়নি বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে গতির চেয়ে কাটার বা স্লোয়ার–জাতীয় বলই বেশি কার্যকর হবে। বিপিএলে টানা বল করে করে নাহিদ রানা ক্লান্ত হয়ে পড়েছেন কি না, সে প্রশ্নও অবশ্য উঠিয়েছেন কেউ কেউ।
দুবাই ছেড়ে বাংলাদেশ দল এখন রাওয়ালপিন্ডিতে। সেখানে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। হারলেই চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত—এমন ম্যাচে নাহিদ রানা কি আজ একাদশে সুযোগ পাবেন?
ম্যাচটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বলেই নাহিদ রানার খেলার সম্ভাবনা একটু বেশি। গত বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাহিদ রানার। তবে বাংলাদেশের ফাস্ট বোলারকে ক্রিকেট–বিশ্ব ‘প্রথম’ চিনেছে আগস্ট–সেপ্টেম্বরের পাকিস্তান সফরেই।
সেই সফরে দুটি টেস্টই বাংলাদেশ খেলে রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে নাহিদ রানা মাত্র ১টি উইকেট নিলেও দ্বিতীয় টেস্টে পেয়ে যান ৫টি। ৫ উইকেটের ৪টিই নাহিদ পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। গতির ঝড়ে বাবর আজম, শান মাসুদ ও সৌদি শাকিলের মতো ব্যাটসম্যানদের আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছিলেন।
তাতেই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে ১৮৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। লক্ষ্যটা ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে বাংলাদেশ।
ওই ম্যাচের পর নাহিদ রানা নিজেকে তুলেছেন আরও উঁচুতে। পথপরিক্রমায় ওয়ানডে অভিষেকও হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতে আজ হয়তো তাঁকে রেখেই একাদশ সাজাবে বাংলাদেশ। পিন্ডির উইকেট দুবাইয়ের চেয়ে আলাদা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পিচ কিউরেটর টনি হেমিং তো ধারণা দিয়েছেন রানবন্যার উইকেট বানানো হয়েছে সেখানে। উইকেট যখন ব্যাটিং–বান্ধব, ব্যাটসম্যানদের আটকাতে গতির চেয়ে ভালো বিকল্প আর কী আছে!
উইকেটটাও তো চেনা নাহিদ রানার। বাঁচামারার লড়াইয়ে বাংলাদেশের বড় ভরসা তো তিনি হতেই পারেন। টিম ম্যানেজমেন্ট আজ ‘টিম কম্বিনেশন’কেই কারণ দেখিয়ে নাহিদ রানাকে একাদশে নিতেই পারে। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানোর মতো একজনকে যে বড্ড দরকার।