‘ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো ক্রিকেটের জন্য হতাশার মুহূর্ত’

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মার ভারতরয়টার্স

ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে চার দিন আগে। কিন্তু এর রেশ এখনো যেন কাটছে না। ফাইনালে দুর্দম্য ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয় নিয়ে এখনো ক্রিকেট–বিশ্বে চলছে নানা আলোচনা। এমনই এক আলোচনায় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেশটির সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক ভারতকে এক হাত নিয়েছেন!

ভারত এবারের বিশ্বকাপে নিজেদের ইচ্ছেমতো ঘরের মাঠের আবহ কাজে লাগিয়েছে বলে মনে করেন রাজ্জাক। এমন একটি দল বিশ্বকাপ না জেতায় খুশিই হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। তিনি যা বলেছেন, সেটার মানে দাঁড়ায় এ রকম—ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো ক্রিকেটের হার

আরও পড়ুন
বিশ্বকাপ ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

‘হাসনা মানা হায়’ নামের টিভি অনুষ্ঠানে রাজ্জাক বলেছেন, ‘আমি যদি সৎ থাকি, তাহলে বলব, ক্রিকেট জিতেছে। তারা কন্ডিশনকে নিজেদের সুবিধামতো কাজে লাগিয়েছে। ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো ক্রিকেটের জন্য হতাশার মুহূর্ত। ক্রিকেট নিশ্চিত করেছে, সে সেই দলকেই সাহায্য করে, যারা সাহসী ও মানসিক দিক থেকে শক্তিশালী।’

রাজ্জাক এরপর যোগ করেন, ‘ভারত জিতলে আমার খুব খারাপ লাগত। পিচ ও আবহ ন্যায্য হওয়া উচিত ছিল, দুই দলের জন্য ভারসাম্যপূর্ণ হওয়া উচিত ছিল। ভারত ফাইনালেও সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কোহলি যদি আরেকটি শতক করে ফেলত, ভারত হয়তো ম্যাচটি জিতেও যেতে পারত।’

আরও পড়ুন
পিসিবির সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাইকে টেনে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্জাক

ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া এই রান টপকে যায় ৪২ বল আর ৬ উইকেট হাতে রেখে।

এর আগে রাজ্জাক পাকিস্তান দলের বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে পিসিবির সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাইকে টেনে এনে বিতর্কের জন্ম দিয়েছিলেন। ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্যের জন্য অবশ্য পরে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রাজ্জাক। পিসিবির সমালোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চা জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

আরও পড়ুন