আমির ফেরার ম্যাচে বলই হাতে নিতে পারলেন না

নিউজিল্যান্ডের প্রথম উইকেট পাওয়ার আনন্দ পাকিস্তানি খেলোয়াড়দের। এরপরই আবার শুরু হয় বৃষ্টিএএফপি

পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে নজর রাখছিলেন অনেকেই। কারণ ছিল একটাই-আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের ফেরাটা কেমন হয় তা দেখতে হবে না! কিন্তু প্রায় সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে বলই হাতে নিতে পারলেন না পাকিস্তানের ফাস্ট বোলার। পারবেন কী করে, রাওয়ালপিন্ডিতে ম্যাচটি যে ভেসে গেছে বৃষ্টিতে।

ম্যাচ শুরুর আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি থামার পর আম্পায়াররা ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। তবে ওভার কেটে ২০ ওভারের ম্যাচ নামিয়ে আনা হয় ৫ ওভারে। টসে হেরে ফিল্ডিংয়ে নামা পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি মাত্র দুটি বল করতে পেরেছেন।

বৃষ্টিতে শেষ হতে পারেনি পাকিস্তান–নিউজিল্যান্ড প্রথম টি–টোয়েন্টি
এএফপি

আফ্রিদি ২ বল করার পরই নামে বৃষ্টি। প্রথম বলে দুটি লেগ বাই রান পায় নিউজিল্যান্ড। আফ্রিদির দ্বিতীয় বলে আফ্রিদির বলে বোল্ড হয়ে যান নিউজিল্যান্ডের অভিষিক্ত ব্যাটসম্যান টিম রবিনসন। পাকিস্তানের খেলোয়াড়েরা যখন উইকেট উদ্‌যাপন করছিলেন, তখনই আবার নামে বৃষ্টি। সেই বৃষ্টির পর আর খেলা শুরু হয়নি। আম্পায়াররা ম্যাচ বন্ধ ঘোষণা করেন।

২০২০ সালের ডিসেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আমিরের তাই ফেরার ম্যাচে আর বোলিং করা হলো না। এ ম্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় ব্যাটসম্যান উসমান খান, স্পিনার আবরার আহমেদ ও অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। তাঁদেরও ফিল্ডিং ছাড়ার কিছু করা হয়নি।
রাওয়ালপিন্ডিতে সিরিজের পরের দুই ম্যাচ ২০ ও ২১ এপ্রিল। লাহোরে সিরিজের শেষ দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ এপ্রিল।