বাজে ফর্মের কারণে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে আছেন কিংবা ছিটকে পড়া এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দুটি সংস্করণের জন্য আলাদা করে ‘এ’ দল গঠন করা হয়েছে। টেস্ট ওপেনার সাইফ হাসানকে রাখা হয়েছে দুটি সংস্করণের দলেই। গত বছর নভেম্বরে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফ হাসান।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টেই খেলা ওপেনার মাহমুদুল হাসানকেও ‘এ’ দলের দুটি সংস্করণের দলে রাখা হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকেও দুই সংস্করণের ‘এ’ দলে রাখা হয়েছে। টেস্ট ওপেনার সাদমান ইসলাম ডাক পেয়েছেন চার দিনের সংস্করণের দলে।
প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমান ডাক পেয়েছেন ‘এ’ দলের ওয়ানডে সংস্করণের দলে। দুটি সংস্করণের জন্য ১৫ সদস্যের আলাদা করে দুটি দল আজ ঘোষণা করেছে বিসিবি।
৩১ জুলাই সেন্ট লুসিয়ায় অবতরণ করবে বাংলাদেশ ‘এ’ দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। ৪ আগস্ট থেকে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর।
বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচের স্কোয়াড): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, জাকির হোসেন, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদত হোসেন, জাকের আলী, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।
বাংলাদেশ ‘এ’ দল (ওয়ানডে ম্যাচের স্কোয়াড): সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জাকির হোসেন, শাহাদত হোসেন, জাকের আলী, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।