ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পান্ডিয়ার জায়গা হবে তো

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াআইসিসি

এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েও যেখানে বিরাট কোহলির ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে, সেখানে হার্দিক পান্ডিয়া তেমন কিছু না করেও দলে থাকবেন—এমনটা ভাবার কোনো কারণ নেই।

সাদা বলের ক্রিকেটে পান্ডিয়াকে যেকোনো দলের জন্য অপরিহার্য মনে করা হলেও সবাই আসলে পুরোদস্তুর অলরাউন্ডার পান্ডিয়াকে দেখতে চান। কিন্তু এবারের আইপিএলে অলরাউন্ডার পান্ডিয়ার দেখা মিলছে কই? মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক সর্বশেষ ৩ ম্যাচে যে বল করেছেন মাত্র ১ ওভার!

মুম্বাইয়ের প্রথম ২ ম্যাচে শুরুতেই বল হাতে তুলে নেওয়া পান্ডিয়া হঠাৎ বোলিং থেকে নিজেকে প্রায় গুটিয়ে নেওয়ায় প্রশ্ন উঠেছে—আইপিএলের বাকি ম্যাচগুলোয় কি তাঁকে শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে? যদি তা–ই হয়, তাহলে শুধু ব্যাটসম্যান পান্ডিয়াকে টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে নিয়ে কী লাভ, ভারতের তো আর বিশেষজ্ঞ ব্যাটসম্যানের অভাব নেই?

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বশেষ ৩ ম্যাচে মাত্র ১ ওভার বল করেছেন হার্দিক পান্ডিয়া
বিসিসিআই

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও মনে করেন, শুধু ব্যাটসম্যান পান্ডিয়াকে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে দরকার নেই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে হার্শা বলেছেন, ‘হার্দিক যদি বল না করে, তাহলে কি সে টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবে? সে যদি বল না করে, তাহলে কি ভারতের শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন হিসেবে খেলবে? আমি পুরোপুরি নিশ্চিত নই। কারণ, সে বল না করলে (দলে) শক্তিশালী অবস্থান থাকবে না। সে ক্ষেত্রে তাকে ওপরে উঠে এসে ব্যাট করতে হবে। সেখানে তীব্র প্রতিযোগিতা হবে।’

আরও পড়ুন

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন পান্ডিয়া। সেই চোট তাঁকে বিশ্বকাপ থেকে তো বটেই, কয়েক মাসের জন্য ছিটকে দেয়। সেরে ওঠার পর এবারের আইপিএল দিয়েই খেলায় ফিরেছেন পান্ডিয়া। মুম্বাইয়ের প্রথম ২ ম্যাচে শুরুতে বলও করেছেন। তবে গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দুটিতে দেদার রান বিলিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন হার্দিক পান্ডিয়া
আইসিসি

একে তো রোহিত শর্মার জায়গায় হুটহাট নেতৃত্ব পাওয়ায় মুম্বাই সমর্থকদের একাংশের তোপের মুখে পড়তে হয়েছে, তার ওপর সেরা ছন্দে না থেকেও বল করতে আসায় সেটাকে ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবে দেখেছেন কেউ কেউ।

আরও পড়ুন

সমালোচিত হচ্ছেন বুঝতে পেরে হয়তো দলীয় স্বার্থেই পরের ৩ ম্যাচে মাত্র ১ ওভার বল করেছেন পান্ডিয়া। তবে নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুলের মনে হচ্ছে, পান্ডিয়া নতুন করে চোটে পড়ায় বল করছেন না। ক্রিকবাজকে ডুল বলেছেন, ‘তুমি প্রথম ম্যাচে শুরুতেই বল করলে, এরপর হঠাৎ তোমার প্রয়োজন ফুরিয়ে গেল। আমি আপনাদের বলছি, কোনো না কোনো গড়বড় আছে। আমার মনে হয়, ও চোটে পড়েছে; কিন্তু স্বীকার করছে না। কথাটা আমি দৃঢ় বিশ্বাস নিয়েই বলছি।’