কোহলির সামনে টেন্ডুলকারের ৩ রেকর্ড

ওয়াংখেড়ের ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে নেমে আসেন বিরাট কোহলি। তাঁকে দেখে দর্শকেরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েনছবি : আইসিসি

৯, ১, ১—বিরাট কোহলির সঙ্গে এই ইনিংসগুলো বড্ড বেমানান। কোহলির এই ইনিংস তিনটি আবার আগের তিন ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে। এক অঙ্কের ঘরে থাকতে তিনবারই আউট হয়েছেন বাঁহাতি পেসারের বলে!

মোহালিতে ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে ব্যক্তিগত ৯ রানে আউট হলেও পাকিস্তানকে হারিয়ে ভারত ফাইনালে ওঠায় কোহলির ব্যর্থতা ঢাকা পড়েছে। তা ছাড়া সে সময় তিনি এত বড় মাপের তারকাও ছিলেন না। তবে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে তাঁর ১ রানের ইনিংস দুটির নেতিবাচক প্রভাব দলের ওপর জোরেশোরেই পড়েছে। সর্বশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনালেই ভারতের স্বপ্নযাত্রা থেমে গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে আজ আরেকটি সেমিফাইনালের আগে তাই ঘুরেফিরে কোহলির ব্যর্থতার প্রসঙ্গই আসছে। তবে এবারের বিশ্বকাপে যে ফর্মে আছেন, তাতে গল্পটা বদলেও যেতে পারে।

টেন্ডুলকারের তিন রেকর্ড আজই ছাড়িয়ে যেতে পারেন কোহলি
ছবি : আইসিসি

আগের তিন সেমিফাইনালে ইনিংস বড় করতে না পারা কোহলি আজ বড় ইনিংস উপহার দিয়ে শচীন টেন্ডুলকারের তিনটি রেকর্ড নিজের করে নিতে পারেন। রেকর্ড তিনটি হলো ওয়ানডেতে সবচেয়ে বেশি শতক, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ও এক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার অর্ধশত ছোঁয়া ইনিংস।

শেষ রেকর্ডটিতে আবার টেন্ডুলকারের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের নামও জড়িয়ে। টেন্ডুলকার–সাকিবের সঙ্গে নিজের যৌথ রেকর্ড ভাঙাই আজ কোহলির জন্য সবচেয়ে সহজ হবে।

আরও পড়ুন

রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ রান করেন কোহলি। এর মধ্য দিয়ে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সাতবার অর্ধশত ছোঁয়া ইনিংসের কীর্তিতে টেন্ডুলকার ও সাকিবের পাশে বসেন। ২০০৩ বিশ্বকাপে ভারতের ব্যাটিং জিনিয়াস টেন্ডুলকারের অর্ধশত ছোঁয়া ইনিংসগুলো ছিল এমন—৫২, ৮১, ১৫২, ৫০, ৯৮, ৯৭, ৮৩। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় পার করা সাকিবের সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসগুলো হলো ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৫১, ৬৬, ৬৪।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি
ছবি : এএফপি

দুর্দান্ত ছন্দে থাকাও কোহলিও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি অর্ধশত ছোঁয়া ইনিংস খেলেছেন—৮৫, ৫৫*, ১০৩*, ৯৫, ৮৮, ১০১*, ৫১। আজ আরেকটি অর্ধশত রানের ইনিংস খেললেই এক বিশ্বকাপে সবচেয়ে বেশি আটবার পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডটি এককভাবে নিজের করে নিবেন কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রান করতে পারলে টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি। হয়ে যাবেন এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক। ২০০৩ বিশ্বকাপে টেন্ডুলকার করেছিলেন ৬৭৩ রান। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি এখন পর্যন্ত ৮৮.৫২ স্ট্রাইক রেট, ৯৯ গড়ে করেছেন ৫৯৪ রান।

আরও পড়ুন

আর শতক পেলে তো কথাই নেই। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশত, সবচেয়ে বেশি রানের সঙ্গে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি শতকেরও কীর্তি গড়বেন কোহলি। ওয়ানডেতে ৪৯ শতক নিয়ে এই মুহূর্তে যৌথভাবে শীর্ষে আছেন টেন্ডুলকার ও কোহলি।

সেমিফাইনালের আগে অনুশীলনে বিরাট কোহলি
ছবি : এএফপি

গত ৫ নভেম্বরে নিজের ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলার পথে পূর্বসূরিকে স্পর্শ করেন কোহলি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসটির পুনরাবৃত্তি করতে পারলে টেন্ডুলকারকে তো ছাড়িয়ে যাবেনই, সঙ্গে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি ওয়ানডে শতকের অনন্য নজির গড়বেন।

আগের তিন বিশ্বকাপ সেমিফাইনালে ব্যর্থতার গল্প কি এবার বদলাবে? টেন্ডুলকারের জন্মশহর মুম্বাইয়ে কোহলি কি টেন্ডুলকারেরই রেকর্ড তিনটি নিজের করে নিতে পারবেন? উত্তরটা জানা যাবে শিগগিরই।