নির্বাচন কমিশনার শাহ খাওয়ারই পিসিবির চেয়ারম্যান

পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ারএএফপি

পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ারকে আজ দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এত দিন পিসিবির নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শাহ খাওয়ার। পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে তাঁর অধীনে পিসিবির স্থায়ী চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তপ্রদেশ সমন্বয় মন্ত্রণালয়ের ২৩ জানুয়ারির প্রজ্ঞাপন এবং পিসিবি গঠনতন্ত্রের ধারা ৭(২) অনুসারে নির্বাচন কমিশনারকে পিসিবি চেয়ারম্যানের ক্ষমতা প্রদান করা হয়েছে।’

আরও পড়ুন

বিবৃতিতে শাহ খাওয়ার বলেছেন, ‘আমার প্রাথমিক দায়িত্ব হলো, যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা।’ এর আগে সংবাদমাধ্যম জানিয়েছিল, পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি তিন বছর মেয়াদে পিসিবির চেয়ারম্যান হতে পারেন।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার–উল–হক কাকার পিসিবির পৃষ্ঠপোষক। গত সপ্তাহে জাকা আশরাফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নাকভিকে নিয়োগ দেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা পদত্যাগ করার পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছে পিসিবি। বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে নাজাম শেঠিকে এর আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব ছাড়ার পর গত জুলাইয়ে তাঁর স্থলাভিষিক্ত হন জাকা আশরাফ।

পাকিস্তান সরকার পরিচালনা পর্ষদ গঠন করে চেয়ারম্যান পদে নির্বাচন আয়োজনের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জাকা আশরাফকে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন

আরও পড়ুন

জাকা আশরাফের সময়ে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান দল সেমিফাইনালে উঠতে পারেনি। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালেও উঠতে পারেনি পাকিস্তান। বাদ পড়েছিল সুপার ফোর থেকে।

গত সপ্তাহে পদত্যাগ করেন জাকা আশরাফ
এএফপি

বিশ্বকাপের পর সব সংস্করণে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। টিম ডিরেক্টর মিকি আর্থার এবং কোচ গ্রান্ট ব্রাডবার্নকে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দিতে বলেছিলেন জাকা আশরাফ। কিন্তু দুজনই পদত্যাগ করেন। নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদের অধীন অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাকিস্তান ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদির অধিনায়কত্বে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে।

আরও পড়ুন