টেস্টে সর্বোচ্চ রান ও উইকেটে অস্ট্রেলিয়ানদের দাপট

এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়াআইসিসি

বিদায় নিতে চলা ২০২৩ সালটা ছিল অস্ট্রেলিয়ার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ জেতা, সঙ্গে অ্যাশেজ ধরে রাখা—কী করেনি প্যাট কামিন্সের দল!

দলের এমন অর্জনের ছাপ স্বাভাবিকভাবেই পড়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সে। টেস্টে চলতি বছরের শীর্ষ রান সংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারির তালিকায়ও আছে অস্ট্রেলিয়ার দাপট। অস্ট্রেলিয়া এই বছর টেস্ট খেলেছে ১৩টি, যা চলতি বছরে সর্বোচ্চ। বাকি কোনো দেশ ১০টি টেস্টও খেলেনি।

২০২৩ সালে কোন দল কত টেস্ট খেলেছে

চলতি বছরে টেস্টে সর্বোচ্চ রানের মালিক উসমান খাজা। ২৪ ইনিংসে ৫২.৬০ গড়ে খাজার রান ১২১০। শতক ৩টি, অর্ধশতক ৬টি। খাজার পরই নামটা স্টিভ স্মিথের। ২৪ ইনিংসে স্মিথের রান ৯২৯। গড় ৪২.২২। শতক ৩টি, অর্ধশতক ৩টি।

এরপরই আছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ ফাইনাল জেতানোর নায়ক ট্রাভিস হেড। ২৩ ইনিংসে হেডের রান ৯১৯। গড় ৪১.৭৭। হেড এই রান করেছেন ৭৫.৫৭ স্ট্রাইক রেটে। মারনাস লাবুশেন ৩৪.৯১ গড়ে ৮০৩ রান করে আছেন ৪ নম্বরে। ৫ নম্বরে আছেন ১৪ ইনিংসে ৮৮৭ রান করা জো রুট। বাকি সবার চেয়েই রুটের গড় সবচেয়ে ভালো; ৬৫.৫৮। স্ট্রাইক রেট ৭৬.৩৩।

২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি রান (শীর্ষ ৫)

শীর্ষে থাকলেও লাবুশেন কিংবা স্মিথ কেউ এই পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা নয়। ২০১৯ থেকে ২০২২—এই চার বছরে লাবুশেনের সর্বনিম্ন গড় ছিল গত বছর; ৫৬.২৯। বোঝাই যাচ্ছে, চলতি বছর নিজের সেরার ধারেকাছেও ছিলেন না লাবুশেন। স্মিথের জন্যও ব্যাপারটি এমন। গত দুই বছর ৫০–এর বেশি গড়ে ব্যাট করেছেন স্মিথ। ওয়ানডের মতো টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন। ৮ ইনিংসে ৫৫ গড়ে নাজমুলের রান ৪৪০।

২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট (শীর্ষ ৫)

উইকেটশিকারির তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন ও অধিনায়ক প্যাট কামিন্স। ১৭ ইনিংসে লায়নের উইকেট ৪৭টি, ১৯ ইনিংসে কামিন্সের ৪২টি। এরপর আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। অশ্বিনের উইকেট ১৩ ইনিংসে ৪১। ব্রড ১৬ ইনিংসে নিয়েছেন ৩৮ উইকেট। সমান ইনিংসে ৩৮ উইকেট নিয়েই তালিকার পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট তাইজুল ইসলামের। ৮ ইনিংসে তাঁর উইকেট ২৬টি।