রোহিত-চাহার-সেনের জায়গায় ভারত দলে কুলদীপ যাদব

কুলদীপ যাদবছবি: এএফপি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডের আগে আজ ঐচ্ছিক অনুশীলন করছিল ভারত দল। সেখানেই নেটে সাদা বলে বোলিং করতে দেখা গেল কুলদীপ যাদবকে।

এমনিতে টেস্ট দলে আছেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। তবে চোটের কারণে ছিটকে যাওয়া তিনজনের বদলে আজ ওয়ানডে দলে কুলদীপকে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। সাদা বলে তাঁর অনুশীলনও সে কারণেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন কুলদীপ।

আরও পড়ুন

তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, পেসার দীপক চাহার ও কুলদীপ সেন। তিনজনের জায়গায় শুধু কুলদীপকেই নিয়েছে ভারত। প্রাথমিকভাবে ঘোষিত ওয়ানডে স্কোয়াড থেকে প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি এখন পর্যন্ত তিনজন—রাহুল ত্রিপাঠি, রজত পাতিদার ও ঈশান কিষান। তৃতীয় ও শেষ ম্যাচে রোহিতের জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

রোহিত, চাহার ও সেন—তিনজনই চোট পান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। ম্যাচের দ্বিতীয় ওভারে স্লিপে ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির হাড় নড়ে যায় রোহিতের। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যান ভারত অধিনায়ক।

এরপর ঢাকার একটি হাসপাতালে স্ক্যান করানো হয় তাঁর। হাতে সেলাই নিয়েই এরপর ব্যাটিংয়ে নেমেছিলেন, ভারতকে প্রায় অভাবনীয় এক জয় এনে দেওয়ার সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পারেননি সেটি।

তাঁকে যে শেষ ম্যাচ পাওয়া যাবে না, সেটি দ্বিতীয় ম্যাচ শেষেই নিশ্চিত করেছিলেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। টেস্ট সিরিজে রোহিতকে পাওয়া যাবে কি না, সেটি অবশ্য নিশ্চিত করেনি বিসিসিআই। সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা। আপাতত বিশেষজ্ঞের পরামর্শ নিতে মুম্বাইয়ে চলে গেছেন রোহিত।

এ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হওয়া পেসার সেনের চোট পিঠে। বিসিসিআই জানিয়েছে, প্রথম ম্যাচের পর পিঠে টান অনুভব করছেন বলে জানিয়েছিলেন তিনি। পরীক্ষার পর এখন চোট ধরা পড়েছে। দ্বিতীয় ম্যাচে খেলেননি তিনি। চাহার অবশ্য দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন। সে ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেটি নিয়েই পরে ব্যাটিং-ও করেন। সেন ও চাহার—দুজনই এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে বিসিসিআইয়ের তত্ত্বাবধানে থাকবেন।

ভারতকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ
ছবি: শামসুল হক

বাংলাদেশ সফরের আগে থেকেই চোটের কারণে ভালোই ভুগছে ভারত। ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে যান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। দুজন মিস করতে পারেন ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজও। এ দুজনের বদলে ভারত দলে নিতে পারে বাঁহাতি স্পিনার সৌরভ কুমার ও পেসার নবদীপ সাইনিকে। এ দুজনই এখন ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে আছেন।

আরও পড়ুন

এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিক বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে ভারত। এ নিয়ে বাংলাদেশের মাটিতে টানা দুটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারল তারা।
তৃতীয় ওয়ানডেতে ভারত স্কোয়াড

লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষান (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, কুলদীপ যাদব।