বড় ম্যাচের আগে ভারতকে কী উপহার দিল পাকিস্তান

পাকিস্তানে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছেন ভারতীয় জেলেরা। এই ছবিটা ২০১১ সালেরএএফপি ফাইল ছবি

ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়! এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ধাপও। এই যেমন এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভারত–পাকিস্তান ম্যাচের আগে ভারতকে পাকিস্তানের পক্ষ থেকে অন্য ধরনের উপহার দেওয়া হলো। কী সেই উপহার?

পাকিস্তানের জেলখানায় বন্দী ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। মাছ ধরতে গিয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল এই জেলেদের। মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

কাল দুবাইয়ে দলের অনুশীলন দেখতে এসে এই খবর জানিয়েছেন নাকভি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে অন্য বিষয় নিয়েও কথা বলেছেন পিসিবি প্রধান। কাল দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন নাকভি। অনুশীলনে না থাকায় সেখানে অবশ্য উপস্থিত ছিলেন না বাবর আজম।

জেলেদের মুক্তি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে সাংবাদিকদের এক প্রশ্নে। লাহোরে কাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ নিয়ে প্রশ্ন উঠতেই নাকভি বলেন, ‘টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে।’ সঙ্গে তিনি যোগ করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছি।’

দলের সঙ্গে আলোচনা করছেন মহসিন নাকভি
এএফপি

জাতীয় সংগীত বিতর্ক নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অসন্তুষ্ট এবং এর জন্য তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেছে।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল পাকিস্তান। এরপরও ভারত ম্যাচে দল ভালো করবে বলে আশাবাদী নাকভি, ‘অবশ্যই করি, আগামীকাল একটি ভালো ম্যাচ হবে। অবশ্যই আমাদের দল প্রস্তুত। আমার মনে হয় আমার দল ছন্দে আছে। হারুক জিতুক, দলের সঙ্গে আছি।’

আরও পড়ুন