ভারতকে ‘ব্রেক ফেল’ করা ট্রেন মনে হচ্ছে ওয়াসিম আকরামের
জয়ের ব্যবধান তুলনা করলে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে ‘খারাপ’ খেলেছে ভারত। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে, আফগানিস্তানকে ৮ উইকেটে এবং পাকিস্তান ও বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার দল। তবে পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ৪ উইকেটে।
বিশ্বকাপে রোহিতের দল যেভাবে ছুটছে, তাতে ভারতের কোনো আক্ষেপ থাকলে সেটি শুধু জয়ের ব্যবধান কমবেশি নিয়েই থাকতে পারে। নয়তো একের পর এক প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ভারত রীতিমতো উড়ছে। পাঁচ ম্যাচের সব কটিতে জিতে সেমিফাইনালে ওঠার কাজটা অনেকটাই এগিয়ে রেখেছে দলটি।
বিশ্বকাপে ভারতের এই দুরন্ত গতির ছুটে চলাকে ‘ব্রেক ফেল’ ট্রেনের সঙ্গে তুলনা করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, বিশ্বকাপে ভারত এখন অদম্য, যাদের থামানো যায় না।
আগের চার ম্যাচের মতো গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষেও রান তাড়ায় জিতেছে ভারত। কিউইদের ২৭৩ রানের মধ্যে আটকে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের পর পাকিস্তানের এ স্পোর্টসের ‘প্যাভিলিয়ন’ নামের অনুষ্ঠানে ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করেন আকরাম, ‘ভারত এখন ব্রেক ফেল করা ট্রেনের মতো ছুটছে। এভাবেই তারা এগিয়ে চলেছে। তাদের প্রয়োজনীয় অস্ত্র আছে, মেধা আছে, দক্ষতা আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারা জানে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি। দলের প্রধান অলরাউন্ডার না থাকার পরও তাঁর অভাব বুঝতে দেননি অন্যরা। ভারতের বেঞ্চশক্তি নিয়ে আকরাম বলেন, ‘তারা পরিস্থিতি বুঝে একটি পরিবর্তন এনেছে। স্কোয়াড এমনই হওয়া উচিত। ভারত, নিউজিল্যান্ডের মতো। যাতে কেউ একজন চোটে পড়লে বা ছন্দে না থাকলে প্রতিপক্ষ ও পিচ বুঝে আরেকজনকে খেলানো যায়। ভারত এই ম্যাচে মোহাম্মদ শামিকে খেলিয়েছে। পান্ডিয়া চোটে, শার্দুলকে বাদ দিয়েছে। ব্যাটসম্যান হিসেবে নিয়েছে সূর্যকুমার যাদবকে। এরপর দেখা গেল, প্রথম বলেই উইকেট এনে দিল শামি।’
ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, ২৯ অক্টোবর লক্ষ্ণৌয়ে।