টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা না–থাকা নিয়ে ভাবছেন না গিল

ছন্দে আছেন গিলএক্স/ শুবমান গিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে থাকা না–থাকা নিয়ে অনেকের নামই আলোচনায় আসছে। সে আলোচনায় তরুণদের মধ্যে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার শুবমান গিলের নাম খুব কমই শোনা যাচ্ছে। কারণ, গিল এবারের আইপিএলেও ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। ৯ ম্যাচে এখন পর্যন্ত ১৪৬.১৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৪ রান। গুজরাট টাইটানসকে নেতৃত্বও দিচ্ছেন। তাই বিশ্বকাপে নিজের থাকা না–থাকা নিয়ে ভাবছেন না। ২৪ বছর বয়সী ওপেনারের ভাবনার পুরোটাতেই শুধু গুজরাটের হয়ে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করা।

আরও পড়ুন

গত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গিল। করেছিলেন ৮৯০ রান। এরপরও ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত হতে পারেননি। এবার দায়িত্ব আরও বেশি। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসে ফেরায় এবার গুজরাটের অধিনায়কত্ব গিলের কাঁধে। নতুন দায়িত্ব পেয়ে মোটামুটি ভালোই করছেন। ৯ ম্যাচ খেলে তাঁর দল জিতেছে ৪টিতে।

কোচ আশীষ নেহরার সঙ্গে শুবমান গিল
বিসিসিআই

স্পোর্টস তাককে দেওয়া সাক্ষাৎকারে গিল বলেছেন, ‘বিশ্বকাপ দলে আমি থাকব কি না, তা নিয়ে এখন আমি ভাবছি না। এ মুহূর্তে আমাকে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমি বিশ্বকাপ দলে থাকা না–থাকা নিয়ে ভাবতে শুরু করি, তাহলে এখন যে ভূমিকা আমাকে দেওয়া হয়েছে, সেটার ওপর ন্যায়বিচার করা হবে না। বিশেষ করে এ মুহূর্তে আমাকে আমার দলের খুব দরকার। আমি যদি তাদের সময় না দিয়ে বিশ্বকাপ দল নিয়ে ভাবা শুরু করি কিংবা বিশ্বকাপ দলে থাকার জন্য রানের কথা ভাবি, তাহলে আমাকে দেওয়া দায়িত্ব পালন করতে পারব না।’

গত আইপিএলে এত রান করার পরও ওপেনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেননি গিল। তাতে কিছুটা আক্ষেপই যেন ঝরে পড়েছে গিলের কণ্ঠে, ‘আগের আইপিএলে করা ৯০০ রানও (আসলে ৮৯০) যেহেতু আমাকে দলে নিতে পারেনি; তাই আমাকে দলে নেওয়া নিয়ে যখন কথা ওঠে, তখন শুধু একটি কথাই বলতে পারি—দলে যারা সুযোগ পাবে তাদের উৎসাহ দেব, শুভকামনা জানাব।’

আরও পড়ুন