বিবৃতি দিয়ে বিশ্বকাপে বাবরদের জন্য সমর্থন চাইল পিসিবি

পাকিস্তান দলের অনুশীলনে অধিনায়ক বাবর আজম (ডানে) এবং ওপেনার ইমাম উল হকছবি : আইসিসি

বিশ্বকাপে পাকিস্তান দলের দুর্দশা নিয়ে আলোচনা যেন কমছেই না। সমালোচনা ধেয়ে আসছে চারপাশ থেকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতি যেন সেই আলোচনার পালেই হাওয়া দিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের অনুরোধ জানিয়েছে পিসিবি। বিশ্বকাপের পর দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বিবৃতিতে সেই কথাও জানিয়েছে পিসিবি।

বিশ্বকাপে পাকিস্তান দল মোটেই ছন্দে নেই। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও পরের তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। তাতে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন এখন খাদের কিনারে। ৫ ম্যাচে ২ জয়, ৩ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫–এ পাকিস্তান। যদিও সেমিফাইনাল স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বাকি এখনো চারটি।

আরও পড়ুন

আগামীকাল বাবর আজমরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তাঁরা। কঠিন এই সময় পাকিস্তান দলকে সমর্থনের অনুরোধ জানিয়েছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপে টানা তিন হারের পর দর্শকদের আবেগ ও ভালোবাসা পিসিবি অনুধাবন করতে পেরেছে। তবে এই কঠিন পরিস্থিতিতে বোর্ড আশা করছে, ক্রিকেট মহল ও সমর্থকেরা অধিনায়ক বাবর আজম ও পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করবেন। এখনো চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। দল এ ম্যাচগুলোর ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়ে ইতিবাচক পারফর্ম করবে বলে পিসিবি আশাবাদী।’

পাকিস্তানের বিশ্বকাপ দল নির্বাচনে পক্ষপাত করা হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার আঙুল তুলেছেন অধিনায়ক বাবর ও নির্বাচক ইনজামাম–উল–হকের দিকে।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক
পিসিবি

পিসিবি জানিয়েছে, দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল বাবর ও ইনজামামকে। দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে বোর্ড। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন