ব্যাটিংয়ে দুর্দান্ত, গ্লাভস হাতেও রেকর্ড ডি ককের

কিপিংগ্লাভস হাতে আজ রেকর্ডে ভাগ বসিয়েছেন ডি ককছবি: এএফপি

বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে কুইন্টন ডি ককের। আফগানিস্তানের বিপক্ষে আজ ৪৭ বলে ৪১ রান করে আউট হওয়ার পথে হয়েছেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচে তাঁর রান ৫৯১। তার আগে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিংয়ের সময় উইকেটের পেছনে গ্লাভস হাতে দারুণ এক কীর্তি গড়েছেন ডি কক।

আরও পড়ুন

আগে ব্যাট করে ২৪৪ রানে অলআউট হয় আফগানিস্তান। ৬টি ডিসমিসাল করেন উইকেটকিপার ডি কক। সব কটিই ক্যাচ। এর মধ্য দিয়ে বিশ্বকাপে এক ম্যাচে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

এর আগে ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৬টি ডিসমিসালের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের। ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ৬টি ডিসমিসাল ছিল পাকিস্তানের সরফরাজ আহমেদের। তাঁদের সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন ডি কক।

ব্যাট হাতেও বিশ্বকাপটা দারুণ কাটছে ডি ককের
ছবি: এএফপি

ওয়ানডেতেও এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ৬টি। গিলক্রিস্ট একাই ছয়বার এই কীর্তি গড়েছেন। ২০১৪ সালে বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডি ককও এক ম্যাচে ৬টি ডিসমিসাল করেছিলেন। এ ছাড়া অ্যালেক স্টুয়ার্ট, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনি, জস বাটলার ও ম্যাট প্রায়ররা এক ম্যাচে ৬টি ডিসমিসাল করেছেন।

আরও পড়ুন

এবার বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন ৩০ বছর বয়সী ডি কিক। তার আগে বিশ্বকাপে মনে রাখার মতো পারফরম্যান্সই উপহার দিচ্ছেন তিনি। ৯ ইনিংসে পেয়েছেন ৪টি শতক, ব্যাটিং গড় ৬৫.৬৬। স্ট্রাইক রেট ১০৯.২৪। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা আজ প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলছে।

বিশ্বকাপে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড শচীন টেন্ডুলকারের। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তির রেকর্ড ভাঙতে আর ৮২ রান চাই ডি ককের। সে জন্য অন্তত আরও একটি ম্যাচ পাবেন তিনি।

আরও পড়ুন