চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন গিলেস্পি—দাবি পিসিবির
গত বছরের এপ্রিলে জেসন গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই পেসারের সঙ্গে পিসিবির চুক্তি ছিল দুই বছরের। কিন্তু বোর্ড কর্তাদের নানা ধরনের কর্মকাণ্ডে তিনি এতটাই বিরক্ত হয়ে ওঠেন যে ছয় মাসের মধ্যেই পদত্যাগ করেন।
ডিসেম্বরে বাবর–রিজওয়ানদের দায়িত্ব ছাড়া গিলেস্পি সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে তাঁর। ভবিষ্যতে কোনো দলের পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করবেন কি না, সে ব্যাপারেও নিশ্চিত নন।
কয়েক দিন আগে পাকপ্যাশন পডকাস্টের সঙ্গেও আলোচনা হয় গিলেস্পির। সেই আলোচনায় তিনি পিসিবির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনেন। ৫০ বছর বয়সী এই কোচ দাবি করেন, পাওনা টাকা না নিয়েই তাঁকে পাকিস্তান থেকে বিদায় নিতে হয়েছে।
তবে গিলেস্পির এমন দাবি নাকচ করে দিয়েছে পিসিবি। বরং গিলেস্পিই চুক্তির শর্ত লঙ্ঘন করে পাকিস্তান ছেড়েছেন বলে বোর্ডের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের দায়িত্ব নেওয়া গিলেস্পি কাজ শুরুর ছয় মাসের মধ্যেই পিসিবির ওপর বিরক্ত হয়ে ওঠেন। প্রথমে তাঁকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া, এরপর তাঁর অমতে হাইপারফরম্যান্স কোচ টিম নিয়েলসনকে বিদায় দেওয়াসহ বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে দায়িত্বই ছেড়ে দেন তিনি।
পাকপ্যাশন পডকাস্টে গিলেস্পি বলেন, ‘তাদের সঙ্গে কাজ শেষ করার পর আমি এখনো কিছু পাওনা পারিশ্রমিকের অপেক্ষায় আছি। ব্যাপারটা কিছুটা হতাশাজনক। তবে আশা করছি শিগগিরই এর সমাধান হয়ে যাবে।’
গিলেস্পির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি পিসিবি। সাবেক কোচের অভিযোগের জবাব দিতে গিয়ে পাল্টা অভিযোগ জানিয়েছে তারা। বোর্ডের দাবি, চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল, মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিতে চাইলে গিলেস্পিকে অন্তত চার মাস আগে জানাতে হবে। বোর্ডও যদি তাঁকে আগেভাগেই ছাঁটাই করত, তাহলে চার মাস আগে নোটিশ দিত।
পিসিবির এক মুখমাত্র আজ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড সাবেক এক প্রধান কোচের পাওনা পরিশোধ না করার দাবি খণ্ডন করেছে। তিনি চার মাসের নোটিশ না দিয়ে হঠাৎ পদ ছেড়ে দেন, যা চুক্তির শর্তাবলির স্পষ্ট লঙ্ঘন ছিল। চুক্তিতে স্পষ্টভাবে উভয় পক্ষের জন্য প্রযোজ্য একটি নোটিশ পিরিয়ড উল্লেখ করা হয়েছিল এবং কোচ এ ব্যাপারে পুরোপুরি অবগত ছিলেন।’
গ্যারি কারস্টেন সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সব সংস্করণেরই প্রধান কোচ হয়েছিলেন গিলেস্পি। ডিসেম্বরে গিলেস্পি পদত্যাগ করার পর আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নতুন কোচ নিয়োগ দিতে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানিয়েছে পিসিবি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ মে।