ইন্দোরে স্পিনজাল বিছিয়ে ফাঁসল ভারতই

৩৩.২ ওভারেই গুটিয়ে গেল ভারতছবি: এএফপি

ব্র্যাড হগের টুইট, ‘এক দিনের টেস্ট?’

অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার টুইটটি করেছেন ইন্দোরে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে। এবার স্পিনবান্ধব উইকেটের শিকার স্বাগতিক ভারতই। বোর্ডার-গাভাস্কার সিরিজে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৩.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারত। ঘরের মাঠে টেস্টের প্রথম ইনিংসে ওভারের হিসেবে এটি ভারতের চতুর্থ সংক্ষিপ্ততম ইনিংস। শুধু তা-ই নয়, এটি ঘরের মাঠে টেস্টে ভারতের পঞ্চম সংক্ষিপ্ততম ইনিংস।

কুনেমান নিয়েছেন ৫ উইকেট
ছবি: এএফপি

টসজয়ী ভারতের জন্য ইন্দোরের প্রথম দিনের সকালটা ছিল দুঃস্বপ্নের। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারেই দুবার আউট হওয়া থেকে বেঁচেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এই টেস্টে প্যাট কামিন্স না খেলায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথের কারণে বেঁচে যান। স্মিথ দুবারই আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নেননি। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, দুবারই আউট ছিলেন রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ান স্পিনের ‘উত্তর’ জানা ছিল না ভারতের
ছবি: এএফপি

তবে রোহিত এই কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। অল্পক্ষণ পরেই ফিরেছেন। ২৩ বলে ১২ করেছেন রোহিত। এরপর একে একে ফিরেছেন শুবমান গিল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। ৭ উইকেটে ৮৪ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছিল ভারত। দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর বেশিক্ষণ টেকেনি স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাথু কুনেমান, নাথান লায়ন ও টড মার্ফি নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন উইকেটগুলো। সিরাজ হয়েছেন রানআউট। এর বাইরে সব কটি উইকেট অস্ট্রেলিয়ার স্পিনাররা ভাগ করে নেন। কুনেমান নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট। টেস্টে এই প্রথম ৫ উইকেট পেলেন তিনি। লায়নের শিকার ৩টি, টড মার্ফি নিয়েছেন ১ উইকেট।

ভারতের প্রথম ইনিংসে ১০৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ট্রাভিস হেডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৪২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ব্যাট করছেন উসমান খাজা ও মারনাস লাবুশেন।