সাকিব দুষ্টুমি করে বলেছেন, ধারণা বিসিবি সভাপতির

বিসিবি সভাপতি নাজমুল হাসান (বাঁয়ে) ও সাকিব আল হাসানপ্রথম আলো ফাইল ছবি

সাকিব আল হাসান কি তাহলে দুষ্টুমি করেই বলেছিলেন কথাটা! বিসিবি সভাপতি নাজমুল হাসানের অন্তত তা–ই মনে হচ্ছে।

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘রুবেল এক্সপ্রেস’–এর উদ্বোধনী অনুষ্ঠানে গত পরশু সাকিব বলেছেন, প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগটা হওয়া উচিত ছিল টি-টোয়েন্টি সংস্করণের।

রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে রুবেলের ইয়ামাহার শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাকিব বলেছিলেন, ‘সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারও ভাবা উচিত ছিল। এ রকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।’

সাকিব এমনও বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুপার লিগের খেলা টি-টোয়েন্টি সংস্করণের হলে ক্রিকেটারদের ভালো প্রস্তুতি হতো, অল্প সময়ের মধ্যে খেলা শেষ হয়ে যেত এবং তাঁরা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন।

ঢাকা প্রিমিয়ার লিগের পুরস্কার দিতে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান
বিসিবি

আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাকিবের বক্তব্যের সূত্র ধরে প্রসঙ্গটা তোলা হয় বিসিবি সভাপতি নাজমুল হাসানের সামনে। বিসিবি সভাপতি প্রশ্ন শুনে হেসে বললেন, ‘প্রিমিয়ার লিগ তো লিস্ট “এ” টুর্নামেন্ট। আমি কী হঠাৎ করে লিস্ট এ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কী ইচ্ছে মতো করা যায়! এটার তো সুযোগই নেই। কথাটা হয়ত সাকিব দুষ্টুমি করে বলেছে।’

আরও পড়ুন

বিসিবি সভাপতি বরং পাল্টা প্রশ্ন তুলেছেন, টি-টোয়েন্টির প্রস্তুতিই যদি নিতে হবে, সাকিব কেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ না খেলে প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ খেললেন? ‘আমার মনে হয় সে দুষ্টুমি করেই কথাটা বলেছে,’ শেষে আরেকবার বলেছেন নাজমুল হাসান।