সিরিজ হারের সঙ্গে সাউদির চোটে বড় ধাক্কা নিউজিল্যান্ডের

বিশ্বকাপই এখন শঙ্কায় সাউদিরছবি: এএফপি

নিউজিল্যান্ডের জন্য ম্যাচটা ভুলে যাওয়ার মতো!

ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১০০ রানে হেরেছে টম ল্যাথামের দল। তাতে চার ম্যাচের সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে। এমন দিনে এই সিরিজ হারের চেয়ে বড় দুশ্চিন্তা হতে পারে টিম সাউদির চোট।

বিশ্বকাপের ২০ দিন আগে পাওয়া এই পেসারের চোটে বিশ্বকাপই এখন শঙ্কায় সাউদির। কিউই এই পেসারের হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে, নড়েও গেছে। বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। চোটের কারণে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে বিশ্বকাপের শুরুতে না–ও পেতে পারে দলটি।

অন্যদিকে চোট পেয়েছিলেন ড্যারিল মিচেল ও ফিন অ্যালেনও। যদিও পরে অবশ্য তাঁরা আবার মাঠে ফিরেছেন। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওভালে ১৮১ রানের বড় জয় পেয়েছিল ইংল্যান্ড। সেদিন ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন ম্যালান। লর্ডসেও জস বাটলারের দল জিতেছে বড় ব্যবধানে, এবার সেঞ্চুরিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ম্যালান।

সিরিজ জিতল ইংল্যান্ড
ছবি: এএফপি

ইংলিশ এই ওপেনার পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। খেলেছেন ১১৪ বলে ১২৭ রানের ইনিংস। মূলত তাঁর সেঞ্চুরিতেই ৩১১ রান তোলে ইংল্যান্ড। জবাবে মঈন আলীর স্পিন বোলিং ঘূর্ণিতে নিউজিল্যান্ড তুলতে পারে মাত্র ২১১ রান।

ম্যালান সেঞ্চুরি পেলেও এদিন আবারও ব্যর্থ হয়েছেন জো রুট। রান পাননি বিশ্বকাপ দলে সুযোগের অপেক্ষায় থাকা হ্যারি ব্রুকও। ম্যালানের সেঞ্চুরির পর দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে বাটলারের ব্যাট থেকে। স্টোকস এ ম্যাচে খেলেননি। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র শেষ পর্যন্ত ৬১ রান করে লড়াই করে গেলেও দলকে কাছাকাছিও নিয়ে যেতে পারেননি। মঈন নিয়েছেন ৫০ রানে ৪ উইকেট।

এ সিরিজের পর বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড।