ভারতকে ‘বুমরা চরকা’য় তেল দিতে বললেন পাকিস্তান কোচ

ভারতের পেসার যশপ্রীত বুমরাএএফপি

পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তিন দিন পর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভারতের কোন বোলারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়তে পারে? কে আবার, যশপ্রীত বুমরা! এটা সাধারণ ভাবনা হলেও পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ সে দলে নেই। পাকিস্তানের সাবেক পেসার উল্টো ভারতকেই পরামর্শ দিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন তাদের সেরা পেসার বুমরার যত্ন নেয়। অর্থাৎ বুমরার ফিটনেস নিয়ে ভাবতে বলেছেন ভারতকে।

আরও পড়ুন

গত ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার সিরিজে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরাও হন বুমরা। কিন্তু পিঠের পুরোনো চোট সিডনিতে শেষ টেস্টে ফিরে এসেছিল। যে কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি।

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে বুমরা এখন আপাতত বিশ্রামে আছেন। চোটপ্রবণ হওয়ায় বুমরাকে সব টুর্নামেন্ট কিংবা সিরিজে খেলায় না ভারত। আইসিসির বড় টুর্নামেন্টে তাঁকে খেলানো হয় কিংবা বড় দলের বিপক্ষে সিরিজে। সে অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বুমরাকে রেখেছে ভারত।

পাকিস্তানের অন্তবর্তীকালিন কোচ আকিব জাভেদ
পিসিবি

পাকিস্তান দলের বুমরার মুখোমুখি হওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আকিব। ভারতের বার্তা সংস্থা এএনআই তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘তাদের (ভারত) বুমরার ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় থাকা উচিত। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, কোনো দলকেই হালকা করে দেখার সুযোগ নেই। শীর্ষ আট দল খেলবে। কোনো দলে বুমরার মতো বোলার থাকলে সেটা তাদের জন্য বাড়তি প্রাপ্তি। তার মুখোমুখি হওয়া নিয়েই আমরা সব পরিকল্পনা করব, ব্যাপারটা এমন নয়।’

আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে বুমরাকে এই সিরিজের স্কোয়াডে রেখেছে ভারত। প্রথম ওয়ানডেতে অবশ্য নেই বুমরা। সিরিজে একটি ম্যাচও খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন আছে। প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বুমরার ফিটনেস নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। জানিয়েছিলেন, দল তাঁর স্ক্যানের ফল পাওয়ার অপেক্ষায়, ‘যশপ্রীতের বিষয়ে আমরা তার স্ক্যানের ফল পাওয়ার অপেক্ষায় আছি। আগামী কয়েক দিনের মধ্যেই তা পাওয়া যাবে।’

টিম ম্যানেজমেন্টের ধারণা, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারেন বুমরা। রোহিতের ভাষায়, ‘স্ক্যানের ফল আগামী কয়েক দিনের মধ্যে আসবে। এরপর নিশ্চিত হওয়া যাবে শেষ ওয়ানডেতে সে খেলতে পারবে কি না।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেন বুমরা। ২১ বলে ১৩.৭৬ গড়ে নেন ৮৬ উইকেট।