আমিরকে নিয়ে খবরটা তাহলে সত্যি নয়!

মোহাম্মদ আমির কি পাকিস্তান দলে আবার ডাক পাবেন?ছবি: টুইটার

খবরটা বেশ চমকপ্রদ। প্রায় আড়াই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মোহাম্মদ আমিরকে জাতীয় দলে ফেরাচ্ছে পাকিস্তান। এ জন্য একজন নির্বাচক আমিরের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগও করছেন বলে খবর প্রকাশিত হয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যমে।

তবে পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ জানালেন উল্টো কথা। আজ লাহোরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেছেন, নির্বাচকেরা কেন কোনো খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করবে। একই বিষয়ে বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও এ ধরনের কিছু ঘটেনি বলে দাবি করেছে।

দুদিন আগে আমিরের ব্যবস্থাপকের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সামা টিভি জানায়, একজন নির্বাচক আমিরকে জাতীয় দলে বিবেচনা করার কথা জানিয়েছেন। এ জন্য বাঁহাতি এ পেসারকে কথা বলায় সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম হয়ে সামাজিক যোযাযোগমাধ্যমে খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অবসর ভেঙে আমির আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এমন খবরও।

আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ২০২০ সালের ডিসেম্বরে। কারণ হিসেবে তিনি তখনকার বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচার’–এর অভিযোগ আনেন। পরে জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে গেলে আবার জাতীয় দলে ফিরতে পারেন।

পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ
ছবি: টুইটার

বর্তমান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ও প্রধান নির্বাচক হারুন রশিদ দায়িত্বে আসার পর আমিরের জন্য জাতীয় দলের দরজা খোলা বলে ইতিবাচক বার্তাও দেন। এরই ধারাবাহিকতায় একজন নির্বাচক কর্তৃক আমিরের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের খবরটি সত্য বলে ধরে নেন অনেকে।

তবে মঙ্গলবার ঘোষিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দলে আমিরকে রাখা হয়নি। আজ লাহোরে আমিরের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদকে। এ সময় পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচক কমিটি কেন কারও সঙ্গে যোগাযোগ করবে? আমরা তো প্রথম দিনই বলেছি, সবার জন্য দরজা খোলা আছে। নির্ভর করছে, কে কেমন পারফর্ম করছে।’

আরও পড়ুন

পাকিস্তান অবজারভারের খবরে বলা হয়, আমিরকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে পিসিবি। সেখানে আমিরের জাতীয় দলে ফেরার খবরকে ‘বস্তুনিষ্ঠ নয়’ বলে উল্লেখ করা হয়। পিসিবির জানামতে আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জানিয়ে লেখা হয়, বোর্ডের দল নির্বাচন প্রক্রিয়া ‘স্বচ্ছ: ঘরোয়া পারফরম্যান্স’।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন আমির। গত মাসে শেষ হওয়া পিএসএলে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। এর আগে বাংলাদেশের মাটিতে বিপিএলে ১১ ম্যাচে নেন ১৪ উইকেট। ওই সময় ভালো খেলে আবারও পাকিস্তান দলে ফিরতে চান বলেও জানিয়েছিলেন আমির।

আরও পড়ুন