খুলনা টাইগার্সে জেসন হোল্ডার

খুলনা টাইগার্সের নতুন বিদেশি খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারএএফপি

বিপিএল থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের খেলোয়াড়েরা। প্রায় সব দলকেই তাই খুঁজতে হচ্ছে বিকল্প খেলোয়াড়। রংপুর রাইডার্স যেমন পাকিস্তানের বাবর আজমের বদলে দলে নিয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হককে। খুলনা টাইগার্স থেকে চলে গেছেন দুই পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। অলরাউন্ডার ফাহিম আশরাফের বিকল্প হিসেবে তারা দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে।

হোল্ডারকে নেওয়ার খবরটি আজ নিজেদের ফেসবুক পেজে দিয়েছে খুলনা টাইগার্স। একটি ভিডিও কার্ডে হোল্ডারের ছবি দিয়ে লিখেছে, ‘ডেরায় স্বাগতম, জেসন। দ্য প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স তাদের স্কোয়াডের শক্তি বাড়িয়েছে শক্তিশালী অলরাউন্ডার জেসন হোল্ডারকে যোগ করে।’

আরও পড়ুন

খুলনায় এর আগেই বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান এভিন লুইস ও শাই হোপ। বিদেশি খেলোয়াড় হিসেবে খুলনায় আরও খেলছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিতা ও দাসুন শানাকা।

আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে ছিল খুলনা টাইগার্স।

আরও পড়ুন